এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 16
1. পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদী?
[A] যমুনা
[B] হুগলি
[C] গঙ্গা
[D] ব্রহ্মপুত্র
উত্তরঃ [C] গঙ্গা
2. পশ্চিমবঙ্গের রাজধানী শহর কি?
[A] কলকাতা
[B] ঢাকা
[C] শিলিগুড়ি
[D] হাওড়া
উত্তরঃ [A] কলকাতা
3. রঙিন শোভাযাত্রা এবং শৈল্পিক সজ্জার জন্য পরিচিত পশ্চিমবঙ্গে কোন বিখ্যাত উত্সব অত্যন্ত উত্সাহের সাথে পালিত হয়?
[A] দিওয়ালি
[B] দুর্গাপূজা
[C] হোলি
[D] ঈদ
উত্তরঃ [B] দুর্গাপূজা
4. বাংলার নোবেল বিজয়ী কবি কে তার রচনা “গীতাঞ্জলি” এর জন্য পরিচিত?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] কাজী নজরুল ইসলাম
[C] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[D] সরোজিনী নাইডু
উত্তরঃ [A] রবীন্দ্রনাথ ঠাকুর
5. ঐতিহ্যবাহী বাংলা নববর্ষকে কী বলা হয়?
[A] পহেলা বৈশাখ
[B] পোঙাল
[C] বিহু পরব
[D] অক্ষয় তৃতীয়া
উত্তরঃ [A] পহেলা বৈশাখ
👇👇 গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরীক্ষার জন্য সেরা গাইড বই 👇👇
6. কোন বাংলা পলিম্যাথ বঙ্গীয় রেনেসাঁর প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকার জন্য পরিচিত?
[A] সুভাষ চন্দ্র বসু
[B] রাজা রামমোহন রায়
[C] স্বামী বিবেকানন্দ
[D] সর্দার প্যাটেল
উত্তরঃ [B] রাজা রামমোহন রায়
7. ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত সুন্দরবন কোন বিপন্ন প্রজাতির আবাসস্থল?
[A] হাতি
[B] রেড পান্ডা
[C] রয়েল বেঙ্গল টাইগার
[D] এশিয়াটিক সিংহ
উত্তরঃ [C] রয়েল বেঙ্গল টাইগার
8. ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (ISI), পরিসংখ্যানের জন্য একটি বিখ্যাত প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত?
[A] কলকাতা
[B] শিলিগুড়ি
[C] দুর্গাপুর
[D] হাওড়া
উত্তরঃ [A] কলকাতা
9. “পথের পাঁচালী” এবং “অপুর সংসার” এর মত ক্লাসিকের সিনেমার জন্য পরিচিত বাংলার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কে?
[A] সত্যজিৎ রায়
[B] ঋত্বিক ঘটক
[C] মৃণাল সেন
[D] তপন সিনহা
উত্তরঃ [A] সত্যজিৎ রায়
10. হাওড়া জংশন, ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন, কোন নদীর তীরে অবস্থিত?
[A] গঙ্গা
[B] ব্রহ্মপুত্র
[C] যমুনা
[D] হুগলি
উত্তরঃ [D] হুগলি
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার মকটেস্ট দেওয়ার জন্য আমাদের WhatsApp চ্যানেল জয়েন করুন 👇👇