রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে “স্টোর কিপার” পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। WB Health Department Recruitment 2022
WB Health Department Recruitment 2022
Employment No- CMOH/JGM/2022/5299
পদের নাম- Store Keeper
মোট শূন্যপদ- ২ টি।
বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Retired (State Government Employees) হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীকে Physically and Mentally ফিট হতে হবে।
চাকরির খবরঃ বন গবেষণা ইনস্টিটিউটে ক্লার্ক, MTS, ফরেস্ট গার্ড নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি Gen/OBC প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ও SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Chief Medical Officer Of Health, Jhargram, P.O- Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, Pin- 721507
আবেদনের শেষ তারিখ- ৬ জানুয়ারি, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here