WB Health Job: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি নং MMC/ 23, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 5 জানুয়ারি, 2021. রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (for covid-19 testing laboratory).
শিক্ষাগত যোগ্যতা: অন্তত মাধ্যমিক পাশ, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডাটা ম্যানেজমেন্ট বিষয়ে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে।
বেতন: প্রতি মাসে 13,000/- টাকা।
অভিজ্ঞতা: যেকোনো সরকারি প্রতিষ্ঠানে অন্তত ছয় মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: এই পদে আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় নিজের সমস্ত নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে। নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ -এর তারিখ: 13 জানুয়ারি, 2021.
ইন্টারভিউ -এর ঠিকানা: Medinipur Medical College, Paschim Medinipur, PIN- 721101
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে।
1. Academic marks- 15
2. Experience- 5
3. Viva voce- 10