রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালে এই কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে। শুধু মাত্র দু’মাস চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। কাজের প্ৰয়োজনীয়তা অনুযায়ী চুক্তির সময়সীমা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- স্টাফ নার্স।
শূন্যপদের বিন্যাস- মোট শূন্যপদ ২৯ টি।
- মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল- ১১ টি।
- আয়ুস করোনা হসপিটাল- ৬ টি।
- ঘাটাল SDH কোভিড হসপিটাল- ৮ টি।
- খড়গপুর SDH করোনা হসপিটাল- ৪ টি।
আরও চাকরির খবর:
কলকাতা জাদুঘরে গ্রূপ-সি কর্মী নিয়োগ
রাজ্যে ১০ হাজার ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
গ্রামীণ বিকাশ ব্যাংকে চাকরির সুযোগ
শিক্ষাগত যোগ্যতা- ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে প্রার্থীকে অবশ্যই GNM/ BSC নার্সিং কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৭,২২০ টাকা।
ইন্টারভিউ তারিখ ও সময়- ২৪/০৬/২০২১,সকাল ১০.৩০।
ইন্টারভিউয়ের স্থান- CMOH Office, Zilla Swasthya Bhawan, Saratpally, MIDNAPUR TOWN, PASCHIM MEDINIPUR.