২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র এক মাসের কিছু দিন বাকি রয়েছে। এরমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই দিকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে পরীক্ষার হলে যাতে কোনরকম অনীতিকর কার্যক্রম না ঘটে সেই জন্যেও একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করল সংসদ।
এর আগের বছরগুলিতে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক অনীতিকর কার্যক্রম ধরা পড়েছে বিভিন্ন বিদ্যালয়ে। এই কারণে এই বছর উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা যদি পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নতুন ঘোষণা সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনাদের পরীক্ষার আগে আজকের প্রতিবেদনটি পড়ে নেওয়া অত্যন্ত জরুরী।
অনীতিকর কার্যক্রম রুখতে সংসদের নতুন নির্দেশ-
১) প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি ঘরে অন্ততপক্ষে দুইজন শিক্ষককে নজরদারির জন্য রাখতে হবে।
২) প্রতি ২৫ জন পিছু একজন করে শিক্ষক বা শিক্ষিকাকে নজরদারির জন্য বহাল থাকতে হবে।
৩) কোন পরীক্ষার্থীর কাছে কোন রকম ভাবে ইলেকট্রনিক গেজেট বা মোবাইল ফোন পাওয়া গেলে তার সেই বছরের গোটা পরীক্ষা বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে যদি ওই ছাত্র বা ছাত্রীর পরবর্তী একাধিক পরীক্ষা বাকি থাকে সেই সমস্ত পরীক্ষাগুলি এই বছরের মত আর দিতে পারবেন না অভিযুক্ত ছাত্র বা ছাত্রী।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রুটিন 2025, কবে কোন পরীক্ষা?
৪) নির্দিষ্ট পরীক্ষার দিনে সংসদের পক্ষ থেকে নির্দিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের সুপারভাইজারের ঘরে কোনভাবেই উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র খোলা যাবে না। সম্পূর্ণভাবে সিল করা পরীক্ষার প্রশ্নপত্র একমাত্র ছাত্র-ছাত্রীদের সম্মুখেই খুলতে হবে শিক্ষক শিক্ষিকাকে।
৫) পরীক্ষার প্রত্যেকটি কেন্দ্রে মহিলা পুলিশ কর্মীসহ অন্ততপক্ষে ৪ জন পুলিশ কর্মীকে মোতায়েন থাকার নির্দেশ দিয়েছে সংসদ।
৬) প্রতিটি কেন্দ্রের প্রবেশদ্বারে পুলিশ কর্মীরা নিযুক্ত থাকবেন। এক্ষেত্রে পরীক্ষার হলে ঢোকার পূর্বেই ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়া হবে।
৭) ছাত্রদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও পরীক্ষার হলে কোনরকম মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করে দিয়েছে উচ্চশিক্ষা সংসদ। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকার এবং শিক্ষা কর্মীদের সমস্ত মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গেজেট কেন্দ্রের সুপারভাইজারের ঘরে জমা রাখতে হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে বড় বদল, পড়ুন বিস্তারিত
২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কোনরকম অনীতিকর কাজ না করাই বাঞ্ছনীয়। উপরে উল্লেখিত নির্দেশাবলী ছাড়াও একাধিক নির্দেশ প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিমবঙ্গ রাজ্যে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সম্পূর্ণভাবে নীতিপূর্ণ পদ্ধতি মেনে আয়োজিত হতে পারে সেই বিষয়ে যথেষ্ট তৎপর সংসদ।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job and educational updates please visit our official website.