আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। তবে মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিও ঘনিয়ে আসছে। পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে পরীক্ষার রুটিন প্রকাশ করে দেওয়া হলেও, ছাত্র-ছাত্রীদের কিংবা অভিভাবকদের পরীক্ষার দিনগুলি নিয়ে কোনো সংশয় নেই তো? ছাত্র-ছাত্রীদের সমস্ত সংশয় এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য Exam Bangla -র এই প্রতিবেদনের মাধ্যমে পুনরায় সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনটি প্রকাশিত করা হলো।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025
পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে গত বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের ১৫ তারিখ এই বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সম্পূর্ণ রুটিন প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত রুটিন অনুসারে, এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি ২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে।, যা চলবে ওই মাসের ১৮ তারিখ পর্যন্ত।
ছাত্র-ছাত্রীদের কাছে পরীক্ষার দিনের পাশাপাশি পরীক্ষার সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, পরীক্ষার দিনগুলিতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শুরু হতে চলেছে সকাল ১০ টার সময়। এরপর বেশিরভাগ পরীক্ষাই ৩ ঘন্টা ১৫ মিনিট সময় অতিক্রান্ত করে দুপুর ১ টা বেজে ১৫ মিনিটে শেষ হবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোবাইল নিয়ে কড়া নির্দেশ, নিয়ম না মানলে বাতিল হবে পরীক্ষা
এক্ষেত্রে বিশেষ কয়েকটি বিষয়, যেমন- ভিজ্যুয়াল আর্টস, মিউজিক, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টার সময়। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য সম্পূর্ণ পরীক্ষার রুটিনটি নিচে প্রকাশ করা হলো। এর পাশাপাশি প্রয়োজনে নিচে দেওয়া অফিশিয়াল লিংক থেকে সংসদের দ্বারা প্রকাশিত সম্পূর্ণ রুটিনটি ভালোভাবে যাচাই করে দেখে নিতে পারেন ছাত্র-ছাত্রীরা।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 | ||
তারিখ | বার | বিষয় |
3 মার্চ 2025 | সোমবার | বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি |
4 মার্চ 2025 | মঙ্গলবার | হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এন্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ভোকেশনাল সাবজেক্ট |
5 মার্চ 2025 | বুধবার | ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি |
6 মার্চ 2025 | বৃহস্পতিবার | ইকোনোমিক্স |
7 মার্চ 2025 | শুক্রবার | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টান্সি |
8 মার্চ 2025 | শনিবার | কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সাইন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
10 মার্চ 2025 | সোমবার | কমার্শিয়াল আইন এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিয়লজি |
11 মার্চ 2025 | মঙ্গলবার | রসায়ন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ |
13 মার্চ 2025 | বৃহস্পতিবার | গণিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলোজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস |
17 মার্চ 2025 | সোমবার | বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান |
18 মার্চ 2025 | মঙ্গলবার | স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |
আরও পড়ুনঃ মাধ্যমিক গণিত পরীক্ষার এই অংক টাচ করলেই মিলবে পুরো নম্বর! তাড়াতাড়ি দেখে নিন
পরীক্ষার মাঝে ছুটির দিনঃ উপরে উল্লেখিত সম্পূর্ণ রুটিন অনুসারে এই বছরে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ০৯/০৩/২০২৫ তারিখে রবিবার হিসাবে ছুটি থাকবে। এর পাশাপাশি ১২/০৩/২০২৫, ১৪/০৩/২০২৫, ১৫/০৩/২০২৫ এবং ১৬/০৩/২০২৫ তারিখ গুলিতে কোনরকম পরীক্ষা রাখেনি পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ।