উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় সবথেকে বড় পরীক্ষা। এই পরীক্ষার ওপর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ, কর্মক্ষেত্র অনেকখানি নির্ভর করে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার শেষ হলেই শুরু হবে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এক ঝলকে দেখে নেওয়া যাক কবে থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩রা মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে ২০২৫-এর ১৮ই মার্চ পর্যন্ত। পরীক্ষার সময়সীমা হবে ৩ ঘন্টা ১৫ মিনিট। পরীক্ষা শুরু হবে ১০.০০ ও শেষ হবে ১টা ১৫তে। উল্লেখ্য হেল্থ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষাগুলো দুইঘণ্টা ধরে চলবে। এই বিষয়ে পরীক্ষাগুলো দুপুর বারোটার সময় শেষ হয়ে যাবে।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন দেখে নিন
৩ মার্চ সোমবার বাংলা পরীক্ষা হবে। এর ঠিক পরের দিন অর্থাৎ ৪ মার্চ বিভিন্ন ভোকেশনাল সাবজেক্ট যেমন হেলথ কেয়ার ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইত্যাদির পরীক্ষা হবে। ৫ মার্চ বুধবার ইংলিশের পরীক্ষা হবে। ৬ মার্চ বৃহস্পতিবার ইকোনোমিক্সের পরীক্ষা হবে ও ৭ মার্চ শুক্রবার ফিজিক্স, নিউট্রেশন এডুকেশন ও অ্যাকাউন্টেন্সির পরীক্ষা হবে। ৮ মার্চ শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ণ কম্পিউটার অ্যাপ্লিকেশন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,ডাটা সায়েন্স,এনভায়রনমেন্টাল স্টাডিস, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস ইত্যাদির পরীক্ষা হবে।
১০ মার্চ সোমবার কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোসফি, সোশিওলজির পরীক্ষা হবে। ১১ মার্চ মঙ্গলবার কেমিস্ট্রি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, এরাবিক, ফ্রেঞ্চ ইত্যাদির পরীক্ষা হবে। ১৩ মার্চ বৃহস্পতিবার ম্যাথমেটিক্স,সাইকোলজি, এন্থ্রপোলজি, এগারোনমি, ইতিহাস ইত্যাদির পরীক্ষা হয়। ১৭ মার্চ সোমবার বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্সের পরীক্ষা হবে। ১৮ মার্চ মঙ্গলবার স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হবে।