WB HS Result 2023: প্রকাশ পেল উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফলাফল। কোভিড পরিস্থিতি কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২টা থেকে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ ও মেধাতালিকার ঘোষণা করা হয়েছে। এবছরের পাশের হার ৮৯.২৫ শতাংশ। মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৮৭ জন পরীক্ষার্থী।
উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023
উচ্চমাধ্যমিক ২০২৩-এর মেধাতালিকার শীর্ষ স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার । তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের বিচারে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ নম্বর। উচ্চমাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা পাল ও উত্তর দিনাজপুরের আবু সামা। তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।
উর্দুতে প্রথম হয়েছেন কলকাতার মহম্মদ আসাদ। নেপালিতে প্রথম স্নেহা নেপাল ও সাঁওতালিতে প্রথম স্থানাধিকারী তিন জন। এবছরের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী রয়েছেন হুগলি জেলা থেকে। এই জেলার ১৮ জন পরীক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। পাশের হারে গোটা রাজ্যের মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা।