উচ্চমাধ্যমিক ২০২৩ এর ফলাফল কবে প্রকাশ পাবে, তা নিয়ে জল্পনা চলছিল। সাধারণত প্রতি বছর মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী ১৯ মে ২০২৩ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। ধারণা করা যাচ্ছিল, প্রতি বছরের ট্রেন্ডকে ফলো করে এ বছরেও মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবার চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের তারিখটি ঘোষণা করা হল।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ মে বুধবার ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে।ওইদিন দুপুর ১২ টায় প্রেস কনফারেন্স করে অনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করবে সংসদ। তারপর ১২:৩০ থেকে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। (wbbse.wb.gov.in) এবং (wbresults.nic.in) ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ কীভাবে দেখবো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?
HS Result Check Direct Link
চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ থেকে পরীক্ষা শেষ হয়েছে ২৭ মার্চ নাগাদ। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় আট লক্ষ পঞ্চান্ন হাজার পরীক্ষার্থী। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৩৪৯ টি। এর আগে সংসদ জানায়, চলতি বছরে দ্রুত প্রকাশ পেতে পারে রেজাল্ট। সেই অনুযায়ী তৎপরতা চলছে সংসদের দফতরে।