উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর রেজাল্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা চলছিল রাজ্যের শিক্ষা মহলে। প্রত্যেক বছর নিয়ম মাফিক মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ রা মে ২০২৪ তারিখে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা দপ্তরের পরিকল্পনা অনুযায়ী এবারেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। নতুন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ই মে ২০২৪ তারিখে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ঐদিন দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বিকেল ৩ টা থেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা। অনলাইন মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের দ্বারা নিজেদের মোবাইলেই রেজাল্ট চেক করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ দেখে নিন
উল্লেখ্য, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিনই মার্কশিট হাতে পাবেন না ছাত্র-ছাত্রীরা। সংসদের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে, ৮ তারিখ ফলাফল প্রকাশের পর ১০ই মে, ২০২৪ তারিখে সকাল ১০ টা থেকে ছাত্র-ছাত্রীদের মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের প্রধান শিক্ষকরা ১০ তারিখে রাজ্যের ৫৫ টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদের মার্কশিটগুলি সংগ্রহ করতে পারবেন। উক্ত ১০ তারিখেই সংগ্রহ করা মার্কশিটগুলি সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।