উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝেই ফলাফলের তারিখ ঘোষণা! গত শুক্রবার গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা আয়োজিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজিকস পরীক্ষার ছিল। ঐদিন পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ সরাসরি জানিয়ে দিলেন। গত শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফিজিক্স পরীক্ষার দিন সমস্ত বিদ্যালয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা পরিদর্শনের জন্য তিনি বীরভূম জেলায় গিয়েছিলেন। তারপরে সাংবাদিকদের সামনে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন সভাপতি। তাহলে কবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল? কী জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য? জানার জন্য অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাকি বছরের আর চার পাঁচটি পরীক্ষার মত একেবারেই নয়। কারণ এই বছরেই চিরকালের মতো এক যুগের ধারা অবলম্বন করে চলে আসা বার্ষিক পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে চলেছে। অর্থাৎ এই বছরেই বার্ষিক মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ বারের মতো আয়োজন করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী বছর থেকে নতুন পদ্ধতি অবলম্বন করে সেমিস্টার সিস্টেমের আওতায় চলে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
ঐদিন সংসদের সভাপতি এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের আনুমানিক দিনটির কথা প্রকাশ করেছেন। স্পষ্ট ভাবে জানিয়েছেন যে প্রতিবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আনুমানিক তারিখ হিসেবে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফলাফল। শুক্রবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বীরভূমের কোন বিদ্যালয় কোন রকম গোলযোগ হচ্ছে না বলেই জানিয়েছেন সভাপতি। বিগত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজিকস প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের মনে অসন্তোষ তৈরি হলেও এই বছরে ওই পরীক্ষার প্রশ্নপত্র স্বাভাবিক হয়েছে বলেই দাবি ছাত্র- ছাত্রীদের।
আরও পড়ুনঃ Madhyamik Result 2025: মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? তাড়াতাড়ি দেখে নিন বিস্তারিত আপডেট
কিন্তু এত কিছুর পরেও, প্রচুর পরিমাণে ছাত্র- ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উপস্থিত নেই। এই কথা যথেষ্ট পরিমাণে চিন্তিত করে তুলেছে সংসদের সভাপতিকে। তিনি জানান, বহু ছাত্র-ছাত্রী ট্যাবের টাকা পেয়ে যাওয়ার পরে আর পরীক্ষা দিতে আসছে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র- ছাত্রীর সংখ্যা বিপুল পরিমাণে কমে যাওয়ায় যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এর পাশাপাশি রয়েছে কামরিতলা হাইমাদ্রাসার ১২ জন ছাত্রের কথা। মালদার কালিয়াচকে পরীক্ষা চলাকালীন তাদের তল্লাশি করা হলে এই ১২ জন ছাত্র সরাসরি শিক্ষককে আক্রমণ করে। এই ঘটনায় বাতিল হয়ে যায় ওই ছাত্রদের এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর পাশাপাশি তাদের পরীক্ষার খাতা গুলিকেও সম্পূর্ণভাবে আলাদা করে রাখা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষা শেষ হলে এই সকল ছাত্রদের সঙ্গে কথা বলবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি তাদের খাতা যাতে অন্য ছাত্রদের সঙ্গে মিশে না যায়, সেই বিষয়টিও যথেষ্ট পরিমাণে খেয়াল রাখছে সংসদ।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে
পরবর্তী বছরে এই সমস্ত ছাত্ররা পুনরায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলেও সর্বসমক্ষে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য। ছাত্ররা চাইলে সেমিস্টার পদ্ধতিতে অথবা এই বছরের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। আবার আগামী বছর সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পাশাপাশি OMR -এর মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্র-ছাত্রীদের। এর ফলে শিক্ষকদের খাতা দেখার চাপও বেশ কিছুটা কমবে বলে জানিয়েছেন সংসদের সভাপতি।