রেজাল্ট

উচ্চ মাধ্যমিক রেজাল্ট রিভিউ! জেনে নিন আবেদনের তারিখ

Advertisement

উচ্চ মাধ্যমিক রেজাল্ট রিভিউ: অবশেষে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023। এদিন 24 শে মে, বুধবার আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। দুপুর 12 টার সময়, 57 দিনের মাথায় প্রকাশ পেল উচ্চ মাধ্যমিক রেজাল্ট। মোট পাশের হার 89 শতাংশের বেশি। তবে অনেক পরীক্ষার্থী নিজের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নন। তাদের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে স্ক্রুটিনি করার তারিখ প্রকাশ করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট রিভিউ

চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলেছিল 14 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8 লক্ষ 50 হাজারের বেশি। মোট পরীক্ষার্থীর পাশের হার 89.25 শতাংশ। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাশের হার 91.86 শতাংশ এবং ছাত্রীদের পাশের হার 87.26 শতাংশ। যে সমস্ত পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা 31 মে থেকে 15 জুন এর মধ্যে স্কুটিনির জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা 5 টি স্কলারশিপ

পাশ করা পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট ও সার্টিফিকেট 31 মে নিজ বিদ্যালয়ে পেতে পারেন। প্রত্যেকটি মার্কশিট ও সার্টিফিকেটে থাকবে QR কোড। প্রসঙ্গত, 2024 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16 ফেব্রুয়ারি, পরীক্ষা চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত।

join Telegram

Related Articles