এক নজরে
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024: প্রকাশিত হলো ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। এদিন ২৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৪। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত। এই প্রতিবেদনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৪ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়েছে। পাঠকরা নীচের লিংক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 PDF ডাউনলোড করতে পারবেন। WBCHSE HS Routine 2024 PDF Download.
উচ্চ মাধ্যমিক রুটিন 2024 (WB HS Routine 2024)
উচ্চ মাধ্যমিক রুটিন 2024 (HS Routine 2024) | |
পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক 2024 |
বোর্ড | WBCHSE |
পরীক্ষা শুরু | 16 ফেব্রুয়ারি, 2024 |
পরীক্ষা শেষ | 29 ফেব্রুয়ারি, 2024 |
অফিশিয়াল ওয়েবসাইট | www.wbchse.nic.in |
Download link | Given below |
2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে?
2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16 ফেব্রুয়ারি, 2024 এবং শেষ হবে 29 ফেব্রুয়ারি, 2024। তবে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিছু পরিবর্তন করা হয়েছে। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 9 টা 45 থেকে এবং শেষ হবে দুপুর 1 টায়। পরীক্ষার নির্ধারিত সময় 3 ঘণ্টা 15 মিনিট (হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয় বাদে)। হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয় গুলির সময়সীমা 2 ঘণ্টা। যে সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল আছে, সেই সমস্ত বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা 1 ডিসেম্বর, 2023 থেকে 15 ডিসেম্বর, 2023 পর্যন্ত চলবে।
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024: Click Here
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 PDF
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 PDF প্রকাশ করা হয়েছে। নীচে লিঙ্কে ক্লিক করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 PDF ডাউনলোড করতে পারবেন।
উচ্চ মাধ্যমিক রুটিন 2024 | |
তারিখ | বিষয় |
16 ফেব্রুয়ারি, 2024 (শুক্রবার) | বাংলা(A), ইংলিশ(A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি |
17 ফেব্রুয়ারি, 2024 (শনিবার) | হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজিম, হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, অপারেল, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ভোকেশনাল সাবজেক্ট |
19 ফেব্রুয়ারি, 2024 (সোমবার) | ইংলিশ (B), বাংলা (B), হিন্দি(B), নেপালি(B), অল্টারনেটিভ ইংলিশ |
20 ফেব্রুয়ারি, 2024 (মঙ্গলবার) | ইকোনমিক্স |
21 ফেব্রুয়ারি, 2024 (বুধবার) | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টান্সি |
22 ফেব্রুয়ারি, 2024 (বৃহস্পতিবার) | কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
23 ফেব্রুয়ারি, 2024 (শুক্রবার) | কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি |
24 ফেব্রুয়ারি, 2024 (শনিবার) | রসায়নবিদ্যা, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ |
27 ফেব্রুয়ারি, 2024 (মঙ্গলবার) | গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস |
28 ফেব্রুয়ারি, 2024 (বুধবার) | বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স |
29 ফেব্রুয়ারি, 2024 (বৃহস্পতিবার) | স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 PDF: DOWNLOAD NOW
উচ্চ মাধ্যমিক রুটিন 2024 (FAQs)
প্রশ্ন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 কিভাবে ডাউনলোড করবো?
উত্তর: এই পোস্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 ডাউনলোড করার লিংক দেওয়া আছে।
প্রশ্ন: উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 কবে শুরু হবে?
উত্তর: 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে 29 ফেব্রুয়ারি।
প্রশ্ন: 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কখন হবে?
উত্তর: পরীক্ষা হবে দুপুর 12 টা থেকে 3:15 পর্যন্ত।