চাকরির খবর

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২৪ | এই মুহূর্তে কোন কোন জেলায় আবেদন শুরু হলো দেখে নিন

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিভিন্ন জেলায় জেলাভিত্তিকভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু হল। কোন কোন জেলায় শুরু হল নিয়োগ প্রক্রিয়া সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু হল। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী এবং সহায়িকা পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি জেলায় ব্লক ভিত্তিকভাবে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এই শূন্যপদগুলিতে সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রাজ্যের যে সব জেলাগুলিতে সম্প্রতি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার সম্পূর্ণ তথ্য দেওয়া হল আজকের প্রতিবেদনে।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২৪

সারা রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিগত বছরগুলির তুলনায় এই নিয়োগ প্রক্রিয়াতে কিছু পরিবর্তন করা হয়েছে। চলতি বছরে বেশকিছু জেলার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করা হচ্ছে বাকি যে সমস্ত জেলার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি সেই জেলাগুলি থেকেও খুব তাড়াতাড়ি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস ২০২৪

অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষাগত যোগ্যতা

কেন্দ্রীয় সরকারের নতুন অধিনিয়ন অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বাইরে প্রার্থীদের গ্রামীণ সমাজ ব্যবস্থা, স্থানীয় প্রশাসন এবং বুনিয়াদি শিক্ষার মত বিষয়গুলিতে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পদ্ধতি

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ প্রধানত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে করা হয়। প্রথমে প্রার্থীদের ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষাতেই উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষায় প্রবন্ধ রচনার পাশাপাশি পাটিগণিত, পুষ্টি এবং জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান, রাষ্ট্রীয় পুষ্টি নীতি, টিকাকরণ, নিরাপদ রন্ধন পদ্ধতি, সাধারণ জ্ঞান সহ ইংরেজি বিষয় থেকে MCQ প্রশ্ন দেওয়া হয়।

আরও পড়ুনঃ কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি ফর্ম ফিলাপ চলছে দেখে নিন 

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

বাঁকুড়া জেলা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

সম্প্রতি বাঁকুড়া জেলায় বিপুল পরিমাণ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে। ছুটির দিন ছাড়া যে কোনো সরকারি কাজের দিনে প্রার্থীরা নিজের সংশ্লিষ্ট মহকুমা শাসকের অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন। এই জেলায় আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট, ২০২৪।

Official Notification: Download Now

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশিত হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গাইড বুক। আজকেই অর্ডার করুন 👇👇👇

Anganwadi book 2024 in bengali

উত্তর ২৪ পরগনা জেলা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

উত্তর ২৪ পরগনা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য সাম্প্রতিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই জেলায় মোট ৪০২ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। এই জেলার প্রার্থীরা অনলাইনে জেলা প্রশাসনের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সংশ্লিষ্ট পোর্টালে নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকার নাম সিলেক্ট করে আবেদন জানাতে হবে প্রার্থীদের। অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানানোর শেষ তারিখ হল ২৫ আগস্ট, ২০২৪।

Official Notification: Download Now

চাকরির খবরঃ রাজ্যে আশা কর্মী নিয়োগ শুরু হল

দক্ষিণ দিনাজপুর জেলা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই জেলার মোট ৭৫ টি শূন্যপদে কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। এই জেলার প্রার্থীরাও অনলাইনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রেও নির্দিষ্ট পোর্টালে প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলে আবেদনের পেজ খুলে যাবে। আগামী ২৫ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত প্রার্থীরা এই পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন।

Official Notification: Download Now

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

Related Articles