মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মহিলা চাকরিপ্রার্থীদের জন্য গ্রামীণ স্তরে অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকার চাকরি একটি বিপুল কর্মসংস্থানের সুযোগ। প্রান্তিক স্তরগুলিতে শিশুর বুনিয়াদি শিক্ষার শুরু হয় বিভিন্ন এলাকায় অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের বুনিয়াদি শিক্ষার সঙ্গে সঙ্গে সুষম আহারের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কারণে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ন্যূনতম দুজন কর্মী প্রয়োজন হয়। একজন শিশুদের পঠন-পাঠনের দায়িত্বে থাকেন এবং অপরজন শিশুদের সুষম আহার রান্নার দায়িত্বে থাকেন। বিগত বছরে রাজ্যে বিভিন্ন জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ হয়েছে জেলার সিলেকশন কমিটির মাধ্যমে। বর্তমানে কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ রাজ্য জুড়ে প্রায় ১৩ হাজারের বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মহিলা চাকরিপ্রার্থীরা এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষার অপেক্ষায় আছেন দীর্ঘদিন ধরে। আজকের প্রতিবেদনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক আপডেট দেওয়া হল।
WB ICDS Recruitment 2024
বিগত বেশ কয়েক মাসে রাজ্যের আলিপুরদুয়ার, দার্জিলিং, হুগলি, কালিম্পং, মালদা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে অঙ্গনওয়াড়ি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। বেশ কিছু জেলায় নিয়োগের পরীক্ষা হলেও বেশিরভাগ জেলাগুলিতে এখনো নিয়োগের কোনও পরীক্ষা হয়নি। এরই মধ্যে রাজ্যে নতুন করে ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। জেলাভিত্তিক সিলেকশন কমিটির মাধ্যমে এই নিয়োগগুলি সম্পন্ন করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে বিগত দুমাস জুড়ে সারা রাজ্যব্যাপী লোকসভা নির্বাচন থাকার কারণে এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট পাওয়া যায়নি। বর্তমানে লোকসভা ভোট নির্বাচনের প্রক্রিয়া এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরকম পরিস্থিতিতে রাজ্যের ১৩ হাজার ঘোষিত অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিষয়ে সূত্র মারফত বিশেষ কিছু খবর উঠে আসছে।
চাকরির খবরঃ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
যেহেতু সদ্য লোকসভা ভোটের প্রক্রিয়া শেষ হয়েছে তাই, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিপূর্বেই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস -এর মত গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজন করার কথা আছে। সেই সঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল সহ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। একইসঙ্গে রাজ্যের ২৩ টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার মুখে। আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্ত নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এবং যে সকল পরীক্ষাগুলির ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলির পরীক্ষা আয়োজন করা হতে পারে। বিশেষজ্ঞ মহলের মতামত অনুযায়ী, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আয়োজন হওয়ার পরে রাজ্যে পুলিশ নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে। এই পরীক্ষাগুলির সম্পূর্ণ হওয়ার পরেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষা আয়োজন করতে পারে রাজ্য সরকার। সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষাগুলি জেলাভিত্তিক ভাবে প্রত্যেকটি জেলার সংশ্লিষ্ট কোন স্থানে আয়োজন করা হতে পারে।