গতকাল প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর মাধ্যমিকের ফল প্রকাশের পরের দিন শনিবার প্রকাশ পেল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের রেজাল্ট। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ফলপ্রকাশের তারিখ ঘোষণা করেছিল মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সেইমতো এদিন ফল ঘোষণা করা হয়েছে। এদিনই পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দেবে স্কুলগুলি। বেশ কিছু ওয়েবসাইট যেমন (www.wbbme.org), (wbresults.nic.in), (www.exametc.com) এর মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা।
হাই মাদ্রাসা
হাই মাদ্রাসায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫২০৬ জন। যার মধ্যে পাশ করেছেন ৩১০১৪ জন পরীক্ষার্থী। হাই মাদ্রাসায় পাশের হার ৮৮.০৯ শতাংশ। হাই মাদ্রাসায় প্রথম হয়েছেন আশিক ইকবাল। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁর প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে রয়েছেন মুর্শিদাবাদের নাসিরুদ্দিন মোল্লা। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৫। আর তৃতীয় স্থানে রয়েছেন মালদার মহম্মদ মুক্তাদুর রহমান। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৪।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৩
আলিম
এবছর আলিমের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮০৩ জন। আলিমে পাশের হার ৯০.৬৯ শতাংশ। পাশের হারে ছাত্রীদের থেকে এগিয়ে ছাত্ররা। ছাত্রীদের পাশের হার ৮৫.৫৩ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৬.০৬ শতাংশ। আলিমে প্রথম হয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার মহম্মদ সুজাউদ্দিন লস্কর। প্রাপ্ত নম্বর ৮৪৫। যুগ্ম দ্বিতীয় হয়েছেন উত্তর চব্বিশ পরগনার করিমুল ইসলাম মন্ডল ও মুর্শিদাবাদের আবদুল হালিম। দুজনের প্রাপ্ত নম্বর ৪৪৩। তৃতীয় স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদের আবদুল রহমান। প্রাপ্ত নম্বর ৮৩৯।
ফাজিল
এবছর ফাজিলের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৬৩৩ জন। ফাজিলে পাশের হার ৯১.১৫ শতাংশ। এখানেও ছাত্রীদের টেক্কা দিয়েছেন ছাত্রেরা। ছাত্রীদের পাশের হার ৮৬.৩৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৬.১০ শতাংশ। ফাজিলে প্রথম হয়েছেন হুগলির ফাহিম আখতার। প্রাপ্ত নম্বর ৫৬৫। দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক। প্রাপ্ত নম্বর ৫৫১। তৃতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মন্ডল। প্রাপ্ত নম্বর ৫৪৯।
আরও পড়ুনঃ পরের বছরের মাধ্যমিক পরীক্ষা কবে?
সবমিলিয়ে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলাফলে মেধাতালিকায় রয়েছেন ৩৫ জন। যার মধ্যে ২৭ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী। প্রসঙ্গত, গতকাল মাধ্যমিকের ফলপ্রকাশে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১১৮ জন পরীক্ষার্থী। পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারের নিরিখে সারা রাজ্যে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।