পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ: সম্প্রতি পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেড (WBMSCL) -এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে। আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে তার আবেদন পত্র জমা করতে পারবেন। এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে।
Employment No.- HFW-27099/54/2023-PRO OFFCR(NHM)(HFW)-Dept.of H&FW/2651
পদের নাম– State Infrastructure Consultant (ln the rank of superintending Engineer and above) (Electrical)
মোট শূন্যপদ- 1
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক স্তরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ B.E/B.Tech বাধ্যতামূলক এবং কমপক্ষে 10-15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রেও অভিজ্ঞতা থাকা দরকার।
বয়স সীমা- 62 বছর
মাসিক বেতন- 65000
পদের নাম- State Infrastructure Consultant (ln the rank of superintending Engineer and above) (Civil)
মোট শূন্যপদ- 1
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক স্তরে সিভিল ইঞ্জিনিয়ারিং -এ B.E/B.Tech বাধ্যতামূলক এবং কমপক্ষে 10-15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রেও অভিজ্ঞতা থাকা দরকার।
বয়স সীমা- 62 বছর
মাসিক বেতন- 65000
আরও পড়ুনঃ ভারতীয় সেনায় কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন করুন
পদের নাম- Assistance Engineer – Civil
মোট শূন্যপদ- 46
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক স্তরে B.E/B.Tech অথবা সমতুল্য সিভিল ইঞ্জিনিয়ারিং কোন ডিগ্রী থাকা বাধ্যতামূলক এবং কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা- 40 বছর
মাসিক বেতন- 35000
পদের নাম- Data Entry Operator
মোট শূন্যপদ- 34
শিক্ষাগত যোগ্যতা– এক বছরের কম্পিউটার ডিপ্লোমা এবং স্নাতক স্তরের যেকোনো ডিগ্রী। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স সীমা- 40 বছর
মাসিক বেতন- 15000
আরও পড়ুনঃ WBPSC Food SI Recruitment 2023
পদের নাম- Sub-Assistant Engineer – Civil
মোট শূন্যপদ- 23
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে অথবা তার সমতুল্য সরকারি কলেজ স্বীকৃত কোন ডিগ্রী। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স সীমা- 40 বছর
মাসিক বেতন- 25000
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.gov.in অথবা https://wbmsclrecruitment.in -এ গিয়ে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর প্রাপ্ত শংসাপত্র নিজেদের কাছে রাখতে হবে ভবিষ্যতের জন্য।
আবেদনের তারিখ- 02/05/2023 থেকে 16/05/2023 পর্যন্ত।
Official Notification: Download Now
Official website: Apply Now