Madhyamik Exam 2023: রাজ্য জুড়ে ঘনিয়ে থাকা অশান্তির আবহে অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক। আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এদিকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষক অভাব থাকায় বিশেষ ক্ষেত্রে নজরদারির দায়িত্ব পেয়েছেন প্রাথমিক শিক্ষকরা। তবে এবার মাধ্যমিকের নজরদারির দায়িত্বে থাকতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারস্থ হলেন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের একাংশ।
এক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের বক্তব্য, প্রাইমারি টিচাররা যদি দায়িত্ব পেতে পারেন তবে তাঁরা কেন নয়! এহেন প্রশ্ন তুলে পর্ষদের নিকট তাঁদের দাবি, তাঁদেরও মাধ্যমিকের নজরদারির দায়িত্ব দেওয়া হোক অথবা দেওয়া হোক সবেতন ছুটি। এদিকে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার ক্ষেত্রে যে অভিজ্ঞতার প্রয়োজন হয়, সে প্রসঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাগীরথ ঘোষের বক্তব্য, রাজ্যের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তাঁরা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ান। এছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রীর আমলে ২০১৯ সালে তাঁরা মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিয়েছিলেন। ফলে অভিজ্ঞতাও রয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ মাধ্যমিক সাজেশন 2023 ডাউনলোড করুন
প্রসঙ্গত, রাজ্যের বহু গ্রামীণ বিদ্যালয় শিক্ষক অভাবে জর্জরিত। মাধ্যমিকের গার্ড দেওয়ার মতো যথেষ্ট সংখ্যক শিক্ষক নেই। সেই কারণে সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার গ্রামাঞ্চলের পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষকদের মাধ্যমিকের নজরদারিতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ডিআইয়ের লিখিত আর্জিতে অনুমতি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে পর্ষদের তরফে সাফ জানানো হয়েছে, এ নির্দেশ সম্পূর্ণরূপে এককালীন। বিশেষ পরিস্থিতিতে অনুমতি দিয়েছে পর্ষদ। আর এহেন ঘটনাকে সামনে এনেই এবার পার্শ্ব শিক্ষকরা নিজেদের দাবি তুলে ধরেছেন। তাঁদের কথায় মাধ্যমিক চলাকালীন কোনোও কাজ না থাকলে বিড়ম্বনায় পড়তে হয় তাঁদের। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে পর্ষদের এক কর্তার বক্তব্য, মাধ্যমিকের মতো বড়ো পরীক্ষায় নজরদারি ছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ থাকে, পার্শ্ব শিক্ষকেরা সেই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারেন।