সম্প্রতি ডি.এল.এড-এর পার্ট টু পরীক্ষার ফলাফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলাফল প্রকাশ পায় পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার জানা গেল, ডি.এল.এড পরীক্ষার্থীদের জন্য ডিজিটাল মার্কশিটও প্রকাশ করবে পর্ষদ। ২০২০-২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড পরীক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট আগামী ৯ই জানুয়ারি থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ডাউনলোড করা যাবে।
রাজ্যে প্রাথমিকের শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিতে ডি.এড.এড কোর্সে অন্তর্ভুক্ত হন বহু প্রার্থী। বর্তমানে পশ্চিমবঙ্গে ডি.এল.এড কলেজের সংখ্যা প্রায় ৬০০টির কাছাকাছি। এই ডি.এল.এড কোর্সের সময়সীমা প্রায় দুই বছর। যার মধ্যে নেওয়া হয় চারটি সেমিস্টার পরীক্ষা। সম্প্রতি ৩০শে নভেম্বর ডি.এল.এড-এর চূড়ান্ত বর্ষের পরীক্ষাটি আয়োজিত হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৪২,৯৪৯ জন পরীক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় সফল হয়েছেন ৯০.৭৮ শতাংশ পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৩৬৮৪ জন। সম্প্রতি এই ডি.এল.এড-এর পার্ট টু পরীক্ষার ফলপ্রকাশ করে পর্ষদ। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ফলাফলের ওপর প্রয়োজনে রিভিউ এবং স্ক্রুটিনি করার সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে PhD কোর্সে ভর্তি শুরু
জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট দেওয়া হবে পর্ষদের তরফ থেকে। আগামী ৯ই জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই ডিজিটাল মার্কশিটের কপি সংগ্রহ করে বিতরণ করতে পারবেন পরীক্ষার্থীদের। এছাড়া এই বিষয়ে বিস্তারিত জানার জন্য পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইট (https://www.wbbpe.org/) -এ নজর রাখতে পারেন।