শিক্ষার খবর

Civic Volunteer: পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক স্কুলের গণিত ও ইংরেজি পড়ানোর দায়িত্বে সিভিক ভলান্টিয়াররা!

Advertisement

রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের গণিত ও ইংরেজি পড়ানোর দায়িত্ব পেলেন সিভিক ভলান্টিয়াররা। সম্প্রতি এই পরিকল্পনার কথা জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। সংশ্লিষ্ট কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অঙ্কুর প্রকল্প’। পরিকল্পনা অনুযায়ী বাঁকুড়া জেলার ৫৫টি শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের গণিত ও ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা।

জানা যাচ্ছে, বাঁকুড়ার পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। সেই উদ্দেশ্যে জঙ্গলমহলের পাঁচটি থানা এলাকার একটি করে স্কুল ও অন্যান্য থানা এলাকা মিলিয়ে মোট ১২৪ টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। প্রতিদিন স্কুল শেষের পর অতিরিক্ত সময়ে নির্ধারিত স্কুলগুলির ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। জোর দেওয়া হবে পড়ুয়াদের গণিত ও ইংরেজির ভিত মজবুত করার ক্ষেত্রে। বুধবার একটি সাংবাদিক বৈঠকে এ বিষয়ে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি।

চাকরির খবরঃ রাজ্যের স্কুল ছাত্রাবাসে কর্মী নিয়োগ

join Telegram

জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য যোগ্যতা অনুসারে বেছে নেওয়া হয়েছে বেশ কিছু জন সিভিক ভলান্টিয়ারদের। সম্প্রতি এই প্রকল্পের কথা জানিয়ে জেলাশাসককে চিঠিও পাঠিয়েছেন পুলিশ সুপার। প্রসঙ্গত, প্রকল্পটির ঘোষণা হওয়ার পরই তা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা, উঠছে নানান রাজনৈতিক তরজা। নিয়োগ দুর্নীতির আবহে চাকরি বাতিল হয়েছে বহু অবৈধ শিক্ষকদের। তবে কি প্রাথমিক স্কুলের শিক্ষক অভাব ঢাকতেই এহেন পদক্ষেপ? প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

FB Join

Related Articles