নিউজ ডেস্কঃ একবার টেট পরীক্ষা পাশ করলেই, তার সার্টিফিকেটের মেয়াদ থাকবে ‘লাইফটাইম’। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যে বহু আইনি জটিলতা পেরিয়ে অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। আগামী ১১ ই ডিসেম্বর হবে পরীক্ষা। সেই মতো শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। জমা পড়ছে একের পর এক আবেদনপত্র। আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এসবের মধ্যেই টেট পরীক্ষার সিলেবাস নিয়ে সংশয়ে ছিলেন পরীক্ষার্থীরা। পর্ষদের কাছে বিষয়টি জানানো হলে পর্ষদ জানান, শীঘ্রই পরীক্ষার্থীদের সিলেবাস সংক্রান্ত সংশয় দূর করা হবে। সেইমতো এদিন ২৬ শে অক্টোবর প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয় টেট পরীক্ষার বিস্তারিত গাইডলাইন।
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ডাউনলোড
এদিনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে একাধিকবার বসা যাবে পরীক্ষায়। এবং একই সাথে এও জানানো হয়েছে টেট পরীক্ষার উত্তীর্ণ পত্রের বৈধতা হবে “লাইফটাইম” এর জন্য। অর্থাৎ একবার টেট পরীক্ষায় উত্তীর্ণ হলে লাইফটাইমের জন্য ইন্টারভিউর ক্ষেত্রে আবেদন করতে পারবেন একজন আবেদনকারী। সেক্ষেত্রে একবার অকৃতকার্য হলে আবেদনকারীর জন্য থাকবে আরও একাধিকবার সুযোগ। যা নিঃসন্দেহে একজন আবেদনকারীর কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি যদি কোনো প্রার্থী তার টেট পাশের স্কোরে বাড়াতে নতুন করে টেট পরীক্ষায় বসতে চান সেক্ষেত্রেও থাকছে না বাধা।
Primary TET Syllabus: Download Now
এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা হবে আগামী ১১ ডিসেম্বর, ২০২২ তারিখ। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সোনার গয়না সহ ঘড়ি কিংবা কোনোও অবাঞ্ছিত বস্তু নিয়ে প্রার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা চলাকালীন থাকবে কঠোর পাহারার ব্যবস্থাও। একপ্রকার কঠিন নিয়মের বেড়াজালেই অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা ২০২২। রাজ্যে শিক্ষক নিয়োগ ও দুর্নীতি নিয়ে জটিলতা চলছেই। SSC ও টেট উত্তীর্ণদের আন্দোলন, বিক্ষোভের মাঝেই প্রকাশ পেল টেট ২০২২ -এর গাইডলাইন। এবার যাতে সঠিকভাবে পরীক্ষা পরিচালিত হয় এবং স্বচ্ছ পথে নিয়োগ হয় সেটাই চাইছেন পরীক্ষার্থীরা।
Download Notice: Click Here