আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Pedagogy Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Pedagogy Practice Set
১) শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে বলা হয়—
[A] ডিনাইট্রিফিকেশন
[B] সিমবায়োসিস
[C] নাইট্রিফিকেশন
[D] অ্যামোনিফিকেশন
উঃ [B] সিমবায়োসিস
২) পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত মূলভাগকে বলে—
[A] মেসোস্ফিয়ার
[B] হাইড্রোস্ফিয়ার
[C] অ্যাটমোস্ফিয়ার
[D] লিথোস্ফিয়ার
উঃ [D] লিথোস্ফিয়ার
৩) পৃথিবীর জল, স্থল ও অন্তরিক্ষে অবস্থিত জীবনসমূহ নিয়ে গঠিত হয়েছে—
[A] হাইড্রোস্ফিয়ার
[B] অ্যাটমোস্ফিয়ার
[C] বায়োস্ফিয়ার
[D] লিথোস্ফিয়ার
উঃ [C] বায়োস্ফিয়ার
৪) অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকেরা হল—
[A] পরজীবী
[B] মৃতজীবী
[C] মিথোজীবী
[D] স্বভোজী
উঃ [B] মৃতজীবী
৫) সকল উৎপাদকই হল-
[A] পরভোজী
[B] পরজীবী
[C] মৃতজীবী
[D] স্বভোজী
উঃ [D] স্বভোজী
৬) যেসব প্রাণী জলের নীচে বসবাস করে তাদের বলে—
[A] নেকটন
[B] বেনথস
[C] ফ্লোরা
(d)ফাইটোপ্ল্যাংকটন
উঃ [B] বেনথস
৭) 1942 খ্রিস্টাব্দে লিন্ডেম্যান বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ ব্যাখ্যায় যে নিয়ম প্রবর্তন করেন, তা হল-
[A] 5% নিয়ম
[B] 7% নিয়ম
[C] 10% নিয়ম
[D] 15% নিয়ম
উঃ [C] 10% নিয়ম
Primary TET Practice Set: Download Now
৮) নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হল-
[A] মাইক্রোব্যাকটর
[B] নাইট্রোব্যাকটর
[C] নাইট্রোসোমোনাস
[D] অ্যাজোটোব্যাকটর
উঃ [D] অ্যাজোটোব্যাকটর
৯) মহাবিশ্বে যে গ্যাস সব থেকে বেশি আছে—
[A] অক্সিজেন
[B] কার্বন
[C] নাইট্রোজেন
[D] হাইড্রোজেন
উঃ [C] নাইট্রোজেন
১০) বিশ্ব-উয়ায়নের প্রভাবে পৃথিবীর সর্বত্র হিমরেখা-
[A] পিছু হটছে
[B] এগিয়ে আসছে
[C] একই আছে
[D] কোনোটিই সঠিক নয়।
উঃ [A] পিছু হটছে
১১) বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে বলে—
[A] বেনথস
[B] ফ্লোরা
[C] ফনা
[D] নেকটন
উঃ [C] ফনা
১২) পরিবেশের কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়—
[A] সালোকসংশ্লেষে
[B] শ্বসনে
[C] সংবহনে
[D] রেচনে
উঃ [A] সালোকসংশ্লেষে
১৩) বায়ুমণ্ডলে কোন্ গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে ?
[A] নাইট্রোজেন
[B] কার্বন ডাইঅক্সাইড
[C] অক্সিজেন
[D] ওজোন
উঃ [B] কার্বন ডাইঅক্সাইড
১৪) বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টিস্তরের সামগ্রিক গঠনকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর গঠিত হয়, তা হল—
[A] খাদ্যচক্র
[B] খাদ্যজাল
[C] খাদ্যশৃঙ্খল
[D] খাদ্য পিরামিড
উঃ [D] খাদ্য পিরামিড
১৫) মানুষ হল—
[A] তৃণভোজী প্রাণী
[B] মাংসাশী প্রাণী
[C] সর্বভুক প্রাণী
[D] স্বভোজী প্রাণী
উঃ [C] সর্বভুক প্রাণী