পরীক্ষা প্রস্তুতি

Primary TET Mathematics Pedagogy Practice Set- 7: গণিত পেডাগজি বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

Advertisement

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে গণিত পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।

Primary TET Mathematics Pedagogy Practice Set

১) অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা কি ধরনের বৈশিষ্ট্যাবলিকে পরিমাপ করতে পারি?
[A] গুণগত
[B] পরিমাণ গত
[C] দুটিই
[D] কোনোটিই নয়
উঃ [C] দুটিই

২) কোন ধরনের অ্যাসেসমেন্টকে ‘Standardized Assessment ‘ বলা হয়?
[A] অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট
[B] বাহ্যিক অ্যাসেসমেন্ট
[C] স্ব-অ্যাসেসমেন্ট
[D] গঠনমূলক অ্যাসেসমেন্ট
উঃ [B] বাহ্যিক অ্যাসেসমেন্ট

৩) Entry Point Evaluation কাকে বলা হয়?
[A] প্রস্তুতকালীন মূল্যায়ন
[B] দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন
[C] অন্তিমকালীন মূল্যায়ন
[D] স্থান নির্ণায়ক মূল্যায়ন
উঃ [D] স্থান নির্ণায়ক মূল্যায়ন

৪) কোন ধরনের অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে?
[A] অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট
[B] বাহ্যিক অ্যাসেসমেন্ট
[C] স্ব-অ্যাসেসমেন্ট
[D] গঠনমূলক অ্যাসেসমেন্ট
উঃ [A] অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট

৫) কে সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য, শিক্ষণ অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে পারস্পারিক সম্পর্কটিকে প্রকাশ করেন?
[A] Wesley
[B] Bloom
[C] Gronlund
[D] Cronbach
উঃ [B] Bloom

৬) Readiness Test কী ধরনের মূল্যায়ন পদ্ধতি?
[A] Formative Evaluation
[B] Summative Evaluation
[C] Diagnostic Evaluation
[D] Placement Evaluation
উঃ [D] Placement Evaluation

Primary TET Practice Set: Download Now

৭) CCE শব্দটির পুরো অর্থ কী?
[A] Continuous and Comprehensive Evaluation
[B] Cluster and Comprehensive Evaluation
[C] Continuous and Cluster Evaluation
[D] Cluster and Comprehend Evaluation
উঃ [A] Continuous and Comprehensive Evaluation

৮) অ্যাসেসমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি?
[A] 2
[B] 3
[C] 4
[D] 5
উঃ [B] 3

৯) প্রস্তুতকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য-
[A] পূর্বে মূল্যায়ন করা হয়
[B] শিখন শেষ করার পর মূল্যায়ন করা হয়
[C] শিক্ষণ শিখন চলাকালীন মূল্যায়ন করা হয়
[D] কোনোটিই নয়
উঃ [C] শিক্ষণ শিখন চলাকালীন মূল্যায়ন করা হয়

১০) Assess কোন লাতিন শব্দ থেকে এসেছে?
[A] Asside
[B] Assadeir
[C] Assiede
[D] Assidere
উঃ [D] Assidere

১১) মূল্যায়নের পর্যায় সংখ্যা-
[A] 5
[B] 6
[C] 7
[D] 8
উঃ [D] 8

১২) মূল্যায়নকে আমরা কয়টি ভাগে ভাগ করে থাকি?
[A] 3
[B] 4
[C] 5
[D] 2
উঃ [B] 4

১৩) Unit Test কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত?
[A] প্রস্তুতকালীন মূল্যায়ন
[B] দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন
[C] অন্তিমকালীন মূল্যায়ন
[D] স্থান নির্ণায়ক মূল্যায়ন
উঃ [A] প্রস্তুতকালীন মূল্যায়ন

১৪) শিক্ষার অধিকার আইন কত খ্রিস্টাব্দে কার্যকারী হয়?
[A] 2009
[B] 2010
[C] 2011
[D] 2012
উঃ [B] 2010

১৫) সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট (Assessment by Peers) কোন ধরনের অ্যাসেসমেন্টের সঙ্গে সম্পর্কিত?
[A] অভ্যন্তরীন অ্যাসেসমেন্ট
[B] বাহ্যিক অ্যাসেসমেন্ট
[C] প্রস্তুতকালীন অ্যাসেসমেন্ট
[D] স্ব-অ্যাসেসমেন্ট
উঃ [D] স্ব-অ্যাসেসমেন্ট

Related Articles