আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে গণিত পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।
Primary TET Mathematics Pedagogy Practice Set
১) গঠনমূলক মূল্যায়ন কাকে বলে ?
[A] কর্মচলাকালীন মূল্যায়ন
[B] কর্মশেষের মূল্যায়ন
[C] প্রস্তুতিকালীন মূল্যায়ন
[D] কোনোটিই নয়
উঃ [A] কর্মচলাকালীন মূল্যায়ন
২) শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সাহায্য করেন তা হল-
[A] পঠনপাঠনের দ্বারা
[B] পঠনপাঠন ও অনুশীলন দ্বারা
[C] পরিকল্পিত পঠনপাঠন চর্চা ও অনুশীলন দ্বারা
[D] সবগুলিই সঠিক
উঃ [C] পরিকল্পিত পঠনপাঠন চর্চা ও অনুশীলন দ্বারা
৩) মূল্যায়নে যে উপকরণগুলি ব্যবহার করা হয়, তা
[A] বিষয়মুখী হবে
[B] স্থানীয় অঞ্চলে পাওয়া যাবে
[C] মূল্যায়ন উপযোগী হবে
[D] সবচেয়ে কম মূল্যের বা বিনামূল্যের হবে
উঃ [D] সবচেয়ে কম মূল্যের বা বিনামূল্যের হবে
৪) সামর্থ্যগুলিকে সাধারণত কত ভাগে ভাগ করা হয় ?
[A] চারটি
[B] দুটি
[C] তিনটি
[D] পাঁচটি
উঃ [A] চারটি
৫) শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপ কে ব্যাখ্যা করেছেন?
[A] Benjamin Bloom
[B] Gronland
[C] HE Garrett
[D] Woodworth
উঃ [A] Benjamin Bloom
৬) গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়নের কথা বলেন—
[A] Michael Serivan
[B] Gronlund
[C] Benjamin Bloom
[D] Woodworth
উঃ [A] Michael Serivan
৭) ‘নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন’-এর কথা কোথায় বলা হয়েছে?
[A] শিক্ষার অধিকার আইন 2009
[B] জাতীয় শিক্ষানীতি সৰ্বশিক্ষা অভিযান
[C] সৰ্বশিক্ষা অভিযান
[D] এনসিইআরটি
উঃ [A] শিক্ষার অধিকার আইন 2009
৮) নির্দিষ্ট সময়ের পর শিক্ষণ উদ্দেশ্যগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে তথ্যসংগ্রহ করা হয়—
[A] Formative Evaluation-এ
[B] Summative Evaluation-এ
[C] দুটিতেই
[D] কোনোটিতেই নয়
উঃ [B] Summative Evaluation-এ
৯) শিক্ষার্থীর সার্বিক বিকাশ বলতে বোঝায়—
[A] শিক্ষার্থীর দৈহিক বিকাশ
[B] মানসিক বিকাশ
[C] উপযুক্ত সবগুলিরই বিকাশ
[D] সামাজিক বিকাশ
উঃ [D] সামাজিক বিকাশ
১০) পারদর্শিতা বলতে বোঝায়—
[A] কোনো কার্য সম্পাদনের দক্ষতাকে
[B] শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতাকে
[C] শিক্ষার্থীর কার্যকলাপকে
[D] সবগুলি সঠিক
উঃ [A] কোনো কার্য সম্পাদনের দক্ষতাকে
Primary TET Practice Set: Download Now
১১) মৌখিক পরীক্ষার রীতি প্রচলিত আছে—
[A] বিশ্ববিদ্যালয়ের থিসিস পরীক্ষায়
[B] বিশেষ চাকরির পরীক্ষায়
[C] প্রাথমিক স্তরে বিষয়গত জ্ঞান অর্জনে
[D] উপরের সবগুলি
উঃ [D] উপরের সবগুলি
১২) শিক্ষার চতুর্মাত্রিক ব্যাখ্যা কে দিয়েছেন?
[A] Benjamin Bloom
[B] Gronlund
[C] H E Garrett
[D] Woodworth
উঃ [B] Gronlund
১৩) সাময়িক মূল্যায়ন বলতে বোঝায়—
[A] সময়ের মূল্যায়ন
[B] শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন
[C] পাঠ চলাকালীন মূল্যায়ন
[D] বছরের অর্ধেক হয়ে যাওয়ার পর মূল্যায়ন
উঃ [B] শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন
১৪) মূল্যায়নের গুরুত্ব হল-
[A] শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করে
[B] শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে
[C] শিক্ষার্থীর স্ব-শিখনকে উৎসাহ দেয়
[D] উপরের সবগুলিই সঠিক
উঃ [D] উপরের সবগুলিই সঠিক
১৫) ব্লু-প্রিন্ট হল—
[A] সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা
[B] কী কী কাজ হবে তার পরিকল্পনা
[C] যে-কোনো কাজের আগে করতে হয়
[D] উপরের সবগুলিই ঠিক
উঃ [A] সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা