এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Pedagogy বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Pedagogy Practice Set
১) সমস্যা সমাধান হল একটি-
[A] শিক্ষন পদ্ধতি
[B] চিন্তন পদ্ধতি
[C] কৌশল
[D] মূল্যায়ন পদ্ধতি
উঃ [A] শিক্ষন পদ্ধতি
২) আবিষ্কারমূলক শিক্ষাতত্ত্বের ধারণা দেন-
[A] ব্রুনার
[B] থর্নডাইক
[C] আসুবেল
[D] টলম্যান
উঃ [A] ব্রুনার
৩) সমস্যা সমাধান কোন ধরনের কার্যাবলি?
[A] বৌদ্ধিক ও মানসিক
[B] সামাজিক
[C] প্রক্ষোভিক
[D] নৈতিক
উঃ [A] বৌদ্ধিক ও মানসিক
৪) সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের কোন ধরনের ক্ষমতার প্রয়োজন হয়?
[A] বৌদ্ধিক ক্ষমতা
[B] সংগঠনের ক্ষমতা
[C] পর্যবেক্ষণ ক্ষমতা
[D] সবকটি
উঃ [D] সবকটি
৫) অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের প্রবক্তা কে?
[A] গেস্টাল্ট তাত্ত্বিকগণ
[B] আইভান প্যাভলপ
[C] ভাইগটক্সি
[D] থর্নডাইক
উঃ [A] গেস্টাল্ট তাত্ত্বিকগণ
৬) শিখনের ক্ষেত্রে শিক্ষক সংক্রান্ত প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?
[A] শ্রেণিকক্ষের পরিবেশ
[B] বিদ্যালয়ের পরিকাঠামো
[C] শিক্ষার্থীর মনোযোগ
[D] শিক্ষক মহাশয়ের বিষয়গত দখল
উঃ [D] শিক্ষক মহাশয়ের বিষয়গত দখল
৭) শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তা প্রকাশ পায় কিসের মাধ্যমে?
[A] শিক্ষক
[B] শিখন
[C] শৃঙ্খলা
[D] শিক্ষণ
উঃ [B] শিখন
Primary TET Practice Set: Download Now
৮) শিক্ষার্থীর জ্ঞান আহরণের প্রধান ত্রুটি হল-
[A] সামাজিক পরিবেশ
[B] শিক্ষণ পদ্ধতির ত্রুটি
[C] শিক্ষার্থীর আগ্রহের ত্রুটি
[D] মনোযোগের অভাব
উঃ [B] শিক্ষণ পদ্ধতির ত্রুটি
৯) শিক্ষার পরিবেশ হওয়া কেমন হওয়া উচিত?
[A] শিক্ষক কেন্দ্রিক
[B] কঠোর শৃঙ্খলাযুক্ত
[C] আত্মকেন্দ্রিক
[D] গণতান্ত্রিক
উঃ [D] গণতান্ত্রিক
১০) একজন শিক্ষার্থী অবশ্যই উচ্চতর শিক্ষা গ্রহণে ইচ্ছুক হবে যদি-
[A] তার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকে
[B] শিক্ষার্থীর উচ্চ বিদ্যালয়ে সাফল্যের মান সম্মানজনক হয়
[C] তার বুদ্ধি গড় বুদ্ধির থেকে বেশি হয়
[D] উপরের সবগুলি ঠিক
উঃ [D] উপরের সবগুলি ঠিক
১১) প্রতিকারমূলক শিখনের সময়কাল হল-
[A] দীর্ঘ সময়
[B] আংশিক সময়
[C] অনির্দিষ্ট সময়
[D] কোনোটিই নয়
উঃ [B] আংশিক সময়
১২) প্রতিকারমূলক শিক্ষা শিশুকে দেওয়া যেতে পারে-
[A] 10 বছর পর থেকে
[B] 2 বছর পর থেকে
[C] 5 বছর পর থেকে
[D] 7 বছর পর থেকে
উঃ [B] 2 বছর পর থেকে
১৩) বিকল্প শিক্ষার একটি রূপ হল-
[A] সমস্যামূলক শিক্ষা
[B] সংশোধনমূলক শিক্ষা
[C] সৌন্দর্যবোধের শিক্ষা
[D] গণতান্ত্রিক শিক্ষা
উঃ [B] সংশোধনমূলক শিক্ষা
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৪) ‘Remedial Education’ -এর উদ্দেশ্য কি?
[A] মৌলিক শিক্ষার ব্যবস্থা করা
[B] বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা
[C] দক্ষতা বৃদ্ধি করা
[D] শিখন কৌশল আয়ত্ত করা
উঃ [A] মৌলিক শিক্ষার ব্যবস্থা করা
১৫) পরিবর্তিত সমাজের সঙ্গে সামঞ্জস্যবিধান করার জন্য বিকল্প শিক্ষাব্যবস্থা হল-
[A] Education for Social Responsibility
[B] Remedial Education
[C] Continuing Education
[D] Vocational Education
উঃ [A] Education for Social Responsibility
Primary TET Practice Set PDF
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now