নিউজ ডেস্কঃ রাজ্যে দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১১ই ডিসেম্বর হবে টেট পরীক্ষা। কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, বি-এড ও ডি-এল-এড কোর্সে ভর্তি হলেই করা যাবে আবেদন। সেই মতো আবেদন প্রক্রিয়ার প্রথম দিন থেকেই জমা পড়ছে বহু সংখ্যক আবেদন।
প্রাইমারি টেট সিলেবাস 2022
তবে আসন্ন এই টেট পরীক্ষা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন আবেদনকারীরা। এবছর যে সিলেবাসে পরীক্ষা হবে, সে বিষয়ে একটা ধারণা করা গেলেও সুনির্দিষ্টভাবে কিছুই জানানো হয়নি পর্ষদের তরফ থেকে। দেওয়া হয়নি কোনোও অফিশিয়াল নোটিশও। স্বাভাবিকভাবেই এ নিয়ে চিন্তিত পরীক্ষার্থীরা। সম্প্রতি পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এবারের প্রাইমারি টেট পরীক্ষা হবে কেন্দ্রের সিটেট পরীক্ষার আদলে। এক্ষেত্রেও দেখা দিচ্ছে বিভ্রান্তি। কেন্দ্রীয় সিটেট পরীক্ষার সাথে পশ্চিমবঙ্গের টেট পরীক্ষার সিলেবাসগত কিছু পার্থক্য রয়েছে। যেমন, পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষায় মোট ১৫০ নম্বরের মধ্যে থাকে মোট পাঁচটি বিষয় এবং প্রতিটি বিষয়ের জন্য থাকে ৩০ নম্বর। বিষয়গুলি হলো বাংলা, ইংরেজি, শিশুবিকাশ ও পেডাগজি, গণিত এবং পরিবেশ।
Primary TET Practice Set: Click Here
একমাত্র শিশুবিকাশ ছাড়া অন্য কোনোও বিষয়ের সাথে যুক্ত থাকে না পেডাগজি। অথচ কেন্দ্রের সিটেট পরীক্ষায় প্রতিটি বিষয়ের সাথেই যুক্ত থাকে পেডাগজি। সেক্ষেত্রে প্রতিটি বিষয়ের ৩০ নম্বরের মধ্যে ১৫ নম্বর বিষয়ের প্রশ্ন ও ১৫ নম্বর পেডগজি বিষয়ের প্রশ্ন। তবে পশ্চিমবঙ্গের টেট পরীক্ষার বিগত বছরগুলির প্রশ্নপত্র অনুসরণ করলে দেখা যাবে শিশুবিকাশ বাদে আর অন্য কোনো বিষয়ের পেডাগজি থেকে প্রশ্ন আসেনি।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করার কথা জানানো হলেও এখনও পর্যন্ত সিলেবাস সংক্রান্ত সুনির্দিষ্ট কোনোও বিজ্ঞপ্তি প্রকাশ পায়নি। পরীক্ষার্থীদের বুঝতে এখনও সমস্যা হচ্ছে যে আগের পরীক্ষা পদ্ধতি অনুসারে প্রশ্ন হবে নাকি নতুন পেডাগজি ভিত্তিক প্রশ্ন হবে। এদিকে ডিসেম্বরের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে টেট পরীক্ষা। অতএব প্রশ্ন কাঠামো এবং পরীক্ষার সিলেবাস নিয়ে এখনও বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা। এখন দেখার প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাস কবে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
Primary TET Syllabus: Download Now