লোকসভা নির্বাচনের দামামা বেজেছে। ভোটের কারণে এগিয়ে এসেছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিকে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট যে, শীঘ্রই রাজ্যের বিপুল শূন্যপদ পূরণের তোড়জোড় চলছে। সম্প্রতি সেই নিয়ে সুস্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মুখে হাসি ফুটেছে চাকরিপ্রার্থীদের। ধাপে ধাপে সমস্ত শূন্যপদ পূরণ হবে বলে জানা যাচ্ছে।
সম্প্রতি মালদহের সভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শীঘ্রই রাজ্যের অনেক স্কুলে শিক্ষক নেওয়া হবে ও পুলিশ বিভাগে কনস্টেবল নেওয়া হবে। শুধু তাই নয় প্রচুর শূন্যপদে নার্স নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের চাকরিপ্রার্থীদের নির্দেশ দেন যে কখন কোন নিয়োগ চলছে সে বিষয়ে যেন খেয়াল রাখেন তাঁরা এবং যেন নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করেন। ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের সমস্ত বিভাগের শূন্যপদগুলি পূরণ করা হবে।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের বাড়তি সুযোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী
ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন শূন্যপদে নিয়োগ চলছে। পুলিশ বিভাগের কনস্টেবল, সাব ইন্সপেক্টর নিয়ে তোড়জোড় চালাচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অন্যদিকে সিভিক ভলান্টিয়ার নিয়োগেও সুখবর আসতে চলেছে বলে জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগে সবুজ সংকেত দিয়েছে আদালত। শীঘ্রই শূন্যপদে নিয়োগ পেতে চলেছেন অপেক্ষারতরা। এছাড়াও গ্রুপ ডি কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে। বিভিন্ন বিভাগের আরও বহু শূন্যপদ এখনও পড়ে। প্রাইমারি টেট হলেও নিয়োগ সুসম্পন্ন হয়নি। যার জেরে অসন্তোষ জন্মাচ্ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। আরও অনেকগুলি পদে এখনও প্রার্থী নিয়োগ সম্ভব। কারণ শূন্যপদ রয়েছে বলে রাজ্য অন্দরের খবর। কবে এই সকল সম্পন্ন হয় এখন সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা।