শিক্ষার খবর

স্কুলে গরমের ছুটি শেষ! দ্রুত সিলেবাস শেষ করার নির্দেশ স্কুলগুলিকে

Advertisement

গত ২ মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি। অত্যাধিক গরমে পড়ুয়াদের কথা চিন্তা করে ছুটি এগিয়ে আনে রাজ্য। এরপর সিদ্ধান্ত হয়, ৫ জুন থেকে চালু হবে ক্লাস। শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেয়। এদিকে, ফের উর্ধ্বমুখী পারদ ও তাপপ্রবাহের কারণে বাড়ানো হয় গরমের ছুটির মেয়াদ। ৫ জুনের পরিবর্তে ১৫ জুন থেকে স্কুল খুলবে, এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রায় দেড় মাসের ছুটি কাটিয়ে পঠনপাঠন চালু হল স্কুলগুলিতে। সোমবার থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি পর্ব, এদিন বৃহস্পতিবার থেকে খুলে গেল স্কুল। এতদিনের ছুটিতে পিছিয়ে পড়া সিলেবাস এবার দ্রুত কমপ্লিট করতে চান ছাত্র- ছাত্রীরা। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতো নেওয়া হতে পারে অতিরিক্ত ক্লাস।

আরও পড়ুনঃ শিক্ষক শিক্ষিকাদের কড়া নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের

অবশেষে চালু হল পঠনপাঠন

সূত্রের খবর, সম্প্রতি শিক্ষা দফতর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠিয়েছে। শিক্ষা দফতরের নির্দেশ, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সেমেটিভ পরীক্ষা নিতে হবে ১ থেকে ৮ অগাস্টের মধ্যে। তাই পরীক্ষার আগেই যাতে সিলেবাস শেষ করে রিভিশান করানো যায়, তা নিয়ে পদক্ষেপ নিতে চলেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

প্রসঙ্গত, আবহাওয়া পরিস্থিতি বলছে, আরও কিছুদিন থাকবে এই হাঁসফাঁস গরম। উত্তরবঙ্গে বর্ষার আগমনী বার্তা পৌছলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। কবে বর্ষা আসবে, তার অপেক্ষায় বঙ্গবাসী। এর আগে জানা গিয়েছিল, আবহাওয়া পরিস্থিতি বুঝে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তাই, যদি নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি থেকেই সে বিষয়ে জানতে পারবেন পড়ুয়া এবং অভিভাবকরা।

অবশেষে চালু হল পঠনপাঠন

Related Articles