চলছে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। ইন্টারভিউ শেষে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে পর্ষদ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিটি। সেখানে জানানো হয়েছে, এবার প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ২০২২ এ অংশ নিতে পারবেন বিএড (স্পেশাল এডুকেশন) এর ট্রেনিং নেওয়া টেট পাশ চাকরিপ্রার্থীরা।
হাইকোর্টের নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ। সেক্ষেত্রে স্পেশাল বিএড করা টেট পাশ চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ২৪/৪/২৩ তারিখ থেকে ২৯/৪/২৪ পর্যন্ত আবেদন জানাতে পারবেন তাঁরা। আবেদন জানানো যাবে (www.wbbpe.org) ও (wbbprimaryeducation.org) ওয়েবসাইট দুটির মাধ্যমে।
আরও পড়ুনঃ চলতি বছরেই ‘প্রাইমারী টেট’
প্রসঙ্গত, পর্ষদের নয়া ঘোষণায় সুযোগ বৃদ্ধি পেল বিএড স্পেশাল ক্যান্ডিডেটদের। পর্ষদ জানিয়েছে আগের সমস্ত শর্ত অপরিবর্তিত থাকবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।
Official Notification: Download Now