আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে এদিন রণক্ষেত্র চেহারা নিল সল্টলেক। আচার্য ভবনের সামনে এদিন বিক্ষোভে অংশগ্রহণ করেন বহু সংখ্যক চাকরিপ্রার্থী। বিক্ষোভ থামাতে চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুললো পুলিশ! চাকরিপ্রার্থীদের দাবি, “আমরা কি চোর! তবে আমাদের সাথে এরকম ব্যবহার কেন”!
রাজ্যে প্রাইমারি, আপার প্রাইমারির নিয়োগে দুর্নীতির শেষ নেই। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার রাজ্যের চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে চলছে বিক্ষোভ, অবস্থান, আন্দোলন। ন্যায্য অধিকারের দাবিতে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে নিয়োগ না পাওয়া আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরেই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন।
চাকরির খবরঃ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ
সূত্রের খবর, এদিন তাঁরা বিকাশ ভবনের উদ্দেশ্য বিক্ষোভ মিছিল করার কর্মসূচি গ্রহণ করেন। সেই উদ্দেশ্যে সেক্টর ফাইভের দিক থেকে করুণাময়ীর দিকে জমায়েত হন তাঁরা। এদিকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ভাঙতে প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী। চাকরিপ্রার্থীদের মিছিল আচার্য ভবনের সামনে আসতেই পুলিশ ১৪৪ ধারা জারি করে পথ আটকায় তাঁদের। এরপর আচার্য ভবনের সামনেই রাস্তায় বসে পড়েন ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। বলপূর্বক সেই বিক্ষোভ ভাঙতে উদ্যত হয় পুলিশ। শুরু করা হয় মাইকে প্রচার। এরপরই কার্যত পুলিশ ও চাকরিপ্রার্থীদের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো সংশ্লিষ্ট এলাকায়।
চাকরির খবরঃ রাজ্যে জুট বোর্ডে কর্মী নিয়োগ
রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতিতে যখন একদল চাকরিপ্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে সেই মুহূর্তে ফের অন্যদল বিক্ষোভে বসে পড়েন আচার্য ভবনের সামনে। এদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন। একইসাথে তাঁদের কথায়, এই আন্দোলন বলপূর্বক থামার নয়, ন্যায্য দাবি না মেটানো পর্যন্ত এই আন্দোলন চলবেই।