তৃতীয়বারের জন্য রাজ্যের উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা চলার পর অবশেষে মেধা তালিকা প্রকাশ করতে সক্ষম হয়েছে কমিশন। মেধা তালিকা অনুযায়ী দ্রুত কাউন্সিলিং শুরু করার প্রস্তাব দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এরই মধ্যে পূজোর ছুটি চলে আসায় কবে থেকে শুরু হবে কাউন্সেলিং সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাউন্সিলিং নিয়ে বক্তব্য স্পষ্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
পুজোর আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিন বৃহস্পতিবার এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দ্রুত কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়া শুরু হবে পূজোর আগে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন অন্যান্য নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, দূর্গা পূজা প্রায় এসে গিয়েছে। তবে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সিলিং শুরু করা হবে পুজোর আগে। পুজোর এক বা দু’দিন আগে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।
চাকরির খবরঃ অষ্টম শ্রেণী পাশে রাজ্যে ১৪ হাজার হোম গার্ড নিয়োগ
স্কুল সার্ভিস কমিশনের সূত্র মারফত জানা যাচ্ছে, আজ অর্থাৎ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়ার সময়সূচী প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য, সময়সূচি প্রকাশের পরেই দ্রুত উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যেহেতু পূজোর ছুটি প্রায় সামনেই চলে এসেছে সেক্ষেত্রে পূজোর আগে এক বা দুদফায় কাউন্সিলিং শুরু হবে। পরবর্তী সময়ে পূজোর ছুটির পর কাউন্সিলিংয়ের বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পুজোর আগে কাউন্সেলিং শুরু করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ টানা পড়েন কাটিয়ে উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগে ঠিক কবে থেকে শুরু হয় কাউন্সিলিং সেটি এখন দেখার বিষয়।