চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Digital Customer Specialist
মোট শূন্যপদ— ২৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে।

চাকরির খবরঃ রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

[quads id=10]

যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ১৪,০০০/- টাকা।
বয়সসীমা— এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউর স্থানে নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য জরুরি নথি নিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা— P-5, Industrial Estate Phase – III, Kolkata: 700107, Landmark – Opposite Bank Of Maharashtra

আবেদনের শেষ তারিখ— ৮ মার্চ, ২০২৪।

চাকরির খবরঃ এই মুহূর্তের সেরা ১০ টি চাকরির খবর

যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ

[quads id=10]

Official Notification: Download Now
Official Website: Apply Now

*This job details is provided from West Bengal Government Employment Bank portal. Exam Bangla will not be responsible for any further inconvenience.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ