Madhrasah Result 2025: প্রতি বছরের মতো এ বছরও মাধ্যমিকের গা ঘেঁষে রেজাল্ট দেবে মাদ্রাসা। ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। তার পরের দিনই প্রকাশিত হবে মাদ্রাসার ফলাফল। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে এমনটাই। জানা গিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহেই হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে।
মাদ্রাসার ফলপ্রকাশ সংক্রান্ত যাবতীয় তথ্য (Madhrasah Result 2025)
ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস থেকে ফল ঘোষণা করা হবে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে অবিকল মাধ্যমিক পর্ষদের মতো করেই ফল ঘোষিত হবে বলে খবর মিলেছে। আর পরীক্ষার ফলাফল অনলাইনে বেলা ১২টা থেকে জানতে পারবেন।
মার্কশিট হাতে পাবেন কবে?
পর্ষদ সূত্রে খবর, ৩ মে, শনিবার থেকেই বিভিন্ন জেলার নিম্নলিখিত মাদ্রাসার বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে দেখে নিন
- উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস
- বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ)
- নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা
- দার্জিলিং-এর সামসিয়া হাই মাদ্রাসা
- কোচবিহারের সুকতাবারি এক্রামিয়া হাই মাদ্রাসা
- পূর্ব মেদিনীপুরের পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা
- পশ্চিম বর্ধমানের এস এম আই হাই মাদ্রাসা
- পূর্ব বর্ধমানের বর্ধমান হাই মাদ্রাসা
- বাঁকুড়ার কেঁথারডাঙ্গা হাই মাদ্রাসা
- বীরভূমের হামিদিয়া হাই মাদ্রাসা
প্রসঙ্গত, চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা পর্ষদ। হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল, এই ৩ স্তর মিলিয়ে মোট ৬৫,১১০ পড়ুয়া পরীক্ষা দিয়েছে। ২০২৪ সালের তুলনায় এই পরিসংখ্যান অনেকাংশে বেশি। হাই মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ৪৭,৩৭৬ জন, আলিম পরীক্ষায় ১২,৫০৩ জন পরীক্ষা দিয়েছে এবং ফাজিল পরীক্ষায় ৫,১২৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এবার বলা যায়, রাজ্যের ২০ জেলা মিলিয়ে মোট ২০৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।