রাজ্যের প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। জেলা স্তরে কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর এবার রাজ্যস্তরে কাউন্সিলিংয়ের জন্য নোটিশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের নামের তালিকা সহ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যস্তরের এই কাউন্সিলিংয়ে জেলা স্তরে কাউন্সিলিং সম্পন্ন না হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী ২১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই জেলা স্তরে কয়েক হাজার চাকরি প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। বাকি থাকা প্রার্থীদের রাজ্য স্তরে কাউন্সেলিং এর পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ পাবেন প্রার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্যে এই কথা উঠে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুরু হয়েছিল কাউন্সিলিং। রাজ্য স্তরে এবার শেষ পর্যায়ের কাউন্সিলিং সম্পন্ন করবে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ প্রথম দিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ‘বাতিল’
প্রসঙ্গত, জেলা স্তরে কাউন্সেলিং -এ অংশগ্রহণ করা প্রার্থীদের অধিকাংশই ইতিমধ্যে শিক্ষক পদে কাজে যোগ দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৯ হাজার ৫৩৩ জন প্রার্থী এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পাবেন। যে সমস্ত প্রার্থীদের বিভিন্ন কারণে জেলা স্তরে কাউন্সিলিং সম্পন্ন করা যায়নি, তাদের জন্য বিশেষভাবে রাজ্য স্তরে কাউন্সেলিং -এর ব্যবস্থা করা হয়েছে।