২০১৪ ও ২০২২ সালের টেট উত্তীর্ণদের পর এবার ২০১৭ সালের প্রাইমারি টেট পাশ প্রার্থীদের জন্য টেট উত্তীর্ণ সার্টিফিকেট ইস্যু করেছিল পর্ষদ। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ডাউনলোড প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়। গতকাল ১ জুন থেকে পোর্টালটি রি-ওপেন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
গত ৩১ মে থেকে পর্ষদের দুটি ওয়েবসাইট (www.wbbpe.org) এবং (https://wbprimaryeducation.org) থেকে টেট উত্তীর্ণ সার্টিফিকেট ডাউনলোড করতে পারছিলেন প্রার্থীরা। যান্ত্রিক গোলযোগ থাকায় কিছু সময়ের ব্যবধানে ফের পোর্টালটি চালু করা হয়েছে। এরপর পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পোর্টালটি রি-ওপেন হয়েছে তাই প্রার্থীরা আবার টেট পাশ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এমনকি যাঁরা ইতিমধ্যেই সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছিলেন তাঁদের ফের একবার টেট সার্টিফিকেট ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত D.El.Ed ভর্তি প্রক্রিয়া
টেট পাশ সার্টিফিকেট মিলতে কেন এত দেরি তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে বিতর্ক কাটিয়ে সম্প্রতি ২০১৪ ও ২০২২ সালের টেট উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছে পর্ষদ। আর এবার ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও নিজেদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন।