চলতি বছরের শেষে প্রাইমারি টেটের আয়োজন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এহেন সিদ্ধান্তের আভাস মিলেছিল আগেই। কিছুদিন আগে জানা যায়, ডিসেম্বর মাসে আয়োজিত হতে পারে টেট। তবে এবার আর আভাস নয় বরং সরাসরি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। ডিসেম্বরের ১০ তারিখটিকে পরীক্ষার দিন হিসেবে নির্দিষ্ট করেছে পর্ষদ। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।
ঘোষণার পরই বুধবার সন্ধ্যাবেলায় অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। সেখানে ২০২৩ সালের টেট পরীক্ষার আবেদন সংক্রান্ত বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। টেট পরীক্ষার অ্যাপ্লিকেশন চলবে আগামী ৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত। অর্থাৎ আবেদন জানানোর জন্য ঠিক তিন সপ্তাহ সময় পাবেন চাকরিপ্রার্থীরা। তবে পর্ষদের তরফে এও জানানো হয়েছে যে, কোনো প্রার্থীর পেমেন্টের ক্ষেত্রে যদি কোনোও অসুবিধা হয় সেক্ষেত্রে বাড়তি একদিন বাড়ানো হবে সময়। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট মারফত সরাসরি টেট পরীক্ষার জন্য আবেদন জানানো যাবে।
আরও পড়ুনঃ শীঘ্রই নিয়োগ শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন
প্রসঙ্গত, গত বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল বঙ্গে। পরীক্ষায় বসেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। ফলপ্রকাশের পর দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। কিন্তু তাঁরা কবে নিয়োগ পাবেন তা এখনও প্রশ্নের মুখে। তাঁদের কথায় আগে নিয়োগ হোক, তারপর ফের পরীক্ষা হোক। কিন্তু বাস্তবে তা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বহু চাকরিপ্রার্থী।