শিক্ষার খবর

D.EL.ED পার্ট ওয়ান ফাইনাল সেমিস্টারের পরীক্ষা কবে? রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহ জেনে নিন বিস্তারিত

Advertisement

ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.EL.ED) সেশন ২০২১-২৩ এর প্রথম বর্ষের ফাইনাল সেমিস্টারের পরীক্ষাসূচি ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু হবে মার্চের ৯ তারিখ থেকে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, অতি শীঘ্রই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নিতে। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।

ডি.এল.এড এর প্রথম বর্ষের ফাইনাল সেমিস্টার পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ৪/০২/২৩ থেকে চলবে আগামী ১০/০২/২৩ পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটটি হলো (https://wbbprimaryeducation.org)। সংশ্লিষ্ট ওয়েবসাইটিতে গিয়ে পরীক্ষার ফর্মটি পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় প্রত্যেক পেপারের জন্য রেজিস্ট্রেশন ফি ধার্য হয়েছে ৩০০/- টাকা। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁদের রেজিস্ট্রেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করে আবেদনমূল্য সহ ফর্মটি নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে ফুড প্রজেক্টে কর্মী নিয়োগ

FB Join

প্রসঙ্গত, ডি.এল.এড পার্ট ওয়ান ফাইনাল সেমিস্টারের থিওরি পরীক্ষার সূচিও প্রকাশ করেছে বোর্ড। সেখানে বলা হয়েছে আগামী ৯/০৩/২৩ তারিখ সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত চাইল্ড স্টাডিজের পরীক্ষা থাকছে। ওইদিনই দুপুর ২:০০টো থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত থাকছে প্রথম ভাষার পরীক্ষা। এরপর ১০/০৩/২৩ তারিখ সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। আর একই দিনে দুপুর ২:০০টো থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত হবে পরিবেশ বিদ্যা (এনভায়রনমেন্টাল সায়েন্সের) পরীক্ষা। এরপর আগামী ১১/৩/২৩ তারিখ সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত থাকবে গণিত বিষয়ের পরীক্ষা।

চাকরির খবরঃ রাজ্যের ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ

রাজ্যে প্রাথমিকের শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নেওয়ার কোর্স হলো এই ডি.এল.এড। প্রতি বছর এই কোর্সে অন্তর্ভুক্ত হন বহু প্রার্থী। বর্তমানে পশ্চিমবঙ্গে ডি.এল.এড কলেজের সংখ্যা প্রায় ৬০০টির কাছাকাছি। এই ডি.এল.এড কোর্সের সময়সীমা প্রায় দুই বছর। যার মধ্যে নেওয়া হয় চারটি সেমিস্টার পরীক্ষা। ডি.এল.এড প্রথম বর্ষের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Related Articles