Primary TET Certificate: ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য টেট পাশ সার্টিফিকেট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে সকল প্রার্থীরা ২০২২ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা পর্ষদের ওয়েবসাইট (wbbpe.org) ও (https://wbbprimaryeducation.org) এর মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এদিন শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে টেট পাশ সার্টিফিকেট প্রকাশিত হয়েছে।
Primary TET Certificate Download
অনেকেই প্রাইমারি টেট পরীক্ষা পাশ করেছেন, কিন্তু টেট পাশ সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে? Primary TET Certificate Download করার পদ্ধতি নীচে দেওয়া হলো।
WB Primary TET 2023 Important Link | |
WB TET Syllabus 2023 | Click Here |
WB TET Question Paper 2017/ 2021 | Click Here |
WB TET Question Paper 2022 | Click Here |
WB TET Official Answer Key 2022 | Click Here |
ExamBangla Home Job News | Click Here |
১) প্রার্থীদের প্রথমে (wbbpe.org) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘Click here – TET- 2022 Eligibility Certificate’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার Teacher Eligibility Test, 2022 (TET- 2022) লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এরপর ‘TET – 2022 CERTIFICATE – DOWNLOAD’ তে ক্লিক করতে হবে।
৫) এবার প্রয়োজনীয় লগ ইন ডিটেলস যেমন রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিতে হবে।
৬) এরপর সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
৭) সার্টিফিকেটটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন প্রার্থীরা।
প্রসঙ্গত, এর আগে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, ৩০ শে এপ্রিলের মধ্যে টেট পাশ সার্টিফিকেট পেয়ে যাবেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। ঘোষণা মাফিক শুক্রবার থেকেই সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে। আর এবার ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট ইস্যু করা হলো। ডিসেম্বরের পরীক্ষার পর এপ্রিলের মধ্যেই টেট পাশ সার্টিফিকেট মিলতে খুশি পরীক্ষার্থীরা। সূত্রের খবর, টেট পরীক্ষার স্বচ্ছতা রক্ষার্থে এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।