চাকরির খবর

ভুল সংশোধনের সুযোগ পাবেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো পর্ষদ

Advertisement

প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পর্ষদ। জানানো হয়েছে, প্রার্থীদের পর্ষদকে দেওয়া তথ্যগুলির মধ্যে কোনোও তথ্য প্রয়োজন সাপেক্ষে পরিবর্তনের জন্য এডিট অপশন চালু করছে পর্ষদ। প্রার্থীরা বুধবার রাত আটটা থেকে রবিবার দুপুর বারোটার মধ্যে ভুল সংশোধন করতে পারবেন।

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রাথমিকের যোগ্যতা নির্ধারক টেট পরীক্ষার উত্তীর্ণদের জন্য এডিট অপশন চালু করছে পর্ষদ। এক্ষেত্রে প্রার্থীরা তাঁদের যে সমস্ত তথ্য ইতিমধ্যেই পর্ষদকে দিয়েছিলেন, সেই তথ্যগুলির মধ্যে যদি কোনও ভুল ভ্রান্তি থাকে যা সংশোধনের প্রয়োজন রয়েছে, সেই তথ্যগুলি উক্ত এডিট অপশনের মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন তাঁরা। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা ‘এডিট’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট তথ্যের পরিবর্তন করে সঠিক তথ্য দিতে পারবেন প্রার্থীরা।

FB Join

আরও পড়ুনঃ নবম-দশমের নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত হচ্ছে ইডি

প্রসঙ্গত, ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ পর্ব শুরু হয়েছে পর্ষদের তরফে।
ফলে এই গোটা প্রক্রিয়া চলাকালীন সময়ে বেশ কিছু তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হয়েছিল পরীক্ষার্থীদের। এই তথ্যগুলির মধ্যে কোনোও ভুল থাকলে তা এবার সংশোধনের সুযোগ পাবেন প্রার্থীরা। পর্ষদের ওয়েবসাইটে থাকা ‘এডিট’ আপশনের মাধ্যমে সেই সুবিধা মিলবে। সেক্ষেত্রে বুধবার রাত আটটা থেকে রবিবার দুপুর বারোটা পর্যন্ত ভুল সংশোধন করতে পারবেন প্রার্থীরা।

Related Articles