অন্যান্য খবর

এপ্রিলের তৃতীয় সপ্তাহেই ছুটি পড়বে স্কুল! জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Advertisement

রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়েছে গ্রীষ্মের প্রকোপ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭° -এর কাছাকাছি পৌঁছে গেছে ইতিমধ্যেই। তীব্র গরমে অস্বস্তিতে পড়েছে রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়ারা। সে কারণে প্রাথমিক স্তরের স্কুলগুলিতে সকালে পঠন-পাঠন শুরু হয়েছে ইতিমধ্যেই। এর মধ্যেই প্রাথমিক স্তরের স্কুলগুলিতে ছুটির ঘোষণা হল। ঠিক কি কারণে এত শীঘ্র রাজ্যের স্কুলগুলিতে ছুটি দেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরে লোকসভা ভোটের কারণে আগামী ১৬ এপ্রিল, ২০২৪ অর্থাৎ মঙ্গলবার থেকে ২০ এপ্রিল, ২০২৪ অর্থাৎ শনিবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার স্কুলগুলিতে ছুটি থাকবে। এছাড়া, ২৪ এপ্রিল, ২০২৪ অর্থাৎ বুধবার থেকে ২৭ এপ্রিল, ২০২৪ অর্থাৎ শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল গুলিতে ছুটি থাকবে।

এপ্রিলের তৃতীয় সপ্তাহেই ছুটি পড়বে স্কুল

এপ্রিলের তৃতীয় সপ্তাহেই ছুটি পড়বে স্কুল

আরও পড়ুনঃ কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

পরবর্তী সময়ে রাজ্যের সমস্ত জেলাগুলিতে আগামী ৬ মে, ২০২৪ অর্থাৎ সোমবার থেকে ২ জুন, ২০২৪ অর্থাৎ রবিবার পর্যন্ত সমস্ত স্কুলে গরমের ছুটি থাকবে। এই সময়সীমার মধ্যে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলি ছুটি থাকবে। উল্লেখ্য, এই ছুটির আগেই রাজ্যের প্রতিটি স্কুলে পড়ুয়াদের প্রথম সামেটিভ টেস্ট আয়োজিত হবে। প্রত্যেক স্কুলে সামেটিভ টেস্ট সম্পন্ন হওয়ার পরেই গরমের ছুটি পড়বে।

এপ্রিলের তৃতীয় সপ্তাহেই ছুটি পড়বে স্কুল

Related Articles