করোনা অতিমারী পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা হলেও স্থিতিশীল। তাই পূর্ব নির্দেশিকা অনুযায়ী আগামী মাস থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhyamik 2022) ও উচ্চ মাধ্যমিক (HS 2022)। আর তাই পরীক্ষার্থী এবং স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী হতে চলেছে।
কীভাবে পরীক্ষা সম্পন্ন হবে, কীভাবে প্রশ্নপত্র বন্টন হবে, কীভাবে পরীক্ষার্থীরা পরীক্ষার কক্ষে বসবে, যাবতীয় বিষয় নিয়ে শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে। জানা গেছে, পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে একগুচ্ছ নির্দেশিকা মানতে হবে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকদের। কি কি নিয়ম মানতে হবে নিম্মে বিস্তারিত দেওয়া হলো–
১) পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।
২) পরীক্ষা কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। সূত্রের খবর, পরীক্ষা কেন্দ্রগুলিতে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে।
৩) প্রত্যেক পরীক্ষার্থীকে পেন, পেন্সিল সঙ্গে নিয়ে আস্তে হবে। অন্যের জিনিস ব্যবহার নিষিদ্ধ।
৪) পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় স্যানিটাইজার ব্যাবহার করতে হবে।
৫) পরীক্ষা সমাপ্ত হওয়ার পর স্কুল স্যানিটাইজ করতে হবে।
আরও পড়ুনঃ
মাধ্যমিক রুটিন ২০২২
উচ্চ মাধ্যমিক রুটিন ২০২২
অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারেই। এমনকি মাঝে মাধ্যমিক পরীক্ষাও হোম সেন্টারে হওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু মাধ্যমিক পরীক্ষা পর্ষদ নির্ধারিত সেন্টারে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যেকোনো নতুন আপডেট পেতে চোখ রাখুন
ExamBangla.com -এর পাতায়।
:সংগৃহিত: