Madhyamik Exam 2023: কিছুদিনের মধ্যেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। সেই মতো জীবনের প্রথম বড়ো পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করলো মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে পরীক্ষা সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করে পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীরা যদি কোনও নিয়ম লঙ্ঘন করেন, পরীক্ষা কেন্দ্রের কোনোও ক্ষতিসাধন করেন তবে রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করবে না মধ্যশিক্ষা পর্ষদ।
এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রথম থেকেই সতর্ক পর্ষদ। পরীক্ষার নিরাপত্তা ও কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে গৃহীত হচ্ছে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেমন, পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি, থাকবে পুলিশি পাহারার ব্যবস্থা। প্রশ্ন ফাঁস রুখতে যেমন নেওয়া হচ্ছে নজিরবিহীন পদক্ষেপ তেমনই টুকলি আটকাতেও তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। তবে এরই মধ্যে পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গ করলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে পরীক্ষার্থীদের।
Madhyamik Suggestion 2023: Download PDF
অর্থাৎ যদি কোনোও মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের কোনোও সরঞ্জামের ক্ষতিসাধন করেন, ভাঙচুর বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে জড়িত থাকেন তবে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ঘটনায় যে সমস্ত পরীক্ষার্থীরা দোষী প্রমাণিত হবেন, তাদের রেজাল্ট আটকে রাখবে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে ভাঙচুরের ঘটনা ঘটলে পরীক্ষা শুরুর আগের ও পরের ছবি সহ রিপোর্ট করতে হবে পর্ষদের কাছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023
পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় কড়া সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষকদের জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের এ বিষয়ে আগের থেকেই সচেতন করতে হবে। বিশৃঙ্খলায় জড়িত থাকলে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেলেও অভিযুক্ত পরীক্ষার্থীদের রেজাল্ট আটকে রাখবে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ক্ষতিপূরণ করা হচ্ছে, অফিসার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি/ভেন্যু সুপারভাইজার, এবং অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারের থেকে লিখিত অনুমতি মিলছে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবেনা। সম্প্রতি কড়া নির্দেশিকায় বিষয়গুলি জানানো হয়েছে পর্ষদের তরফে।