এক নজরে
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Exam Bangla নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই পোস্টে তোমাদের সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম- পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। ‘পরিবেশের জন্য ভাবনা’ অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্ন (MCQ), শূন্যস্থান পূরণ, দুই এক কথায় উত্তর দাও, বোধমূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এইসব প্রশ্নের সেট তৈরী করেছেন।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর
(ক) সঠিক উত্তর নির্বাচন কর (প্রশ্নের মান ১)
১) বায়ুমণ্ডলের যে স্তরটিকে বলা হয় শান্তমন্ডল, সেটি হল-
(A) ট্রপোস্ফিয়ার
(B) থার্মোস্ফিয়ার
(C) স্ট্যাটোস্ফিয়ার
(D) কোনটাই নয়
উঃ (C) স্ট্যাটোস্ফিয়ার
২) বায়ুমন্ডলে সবথেকে সব থেকে বেশি পরিমাণে রয়েছে-
(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) জলীয় বাষ্প
(D) ধূলিকণা
উঃ (B) নাইট্রোজেন
৩) বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হল-
(A) আলোক
(B) তাপ
(C) অতিবেগুনি
(D) গামা
উঃ (C) অতিবেগুনি
৪) বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের অবদান প্রায়-
(A) ১০%
(B) ৫০%
(C) ৩০%
(D) ৮০%
উঃ (B) ৫০%
৫) স্টোন ক্যান্সারের কারণ হলো-
(A) গ্লোবাল ওয়ার্মিং
(B) ওজন গহ্বর
(C) অম্ল বৃষ্টি
(D) কোনটাই নয়
উঃ (C) অম্ল বৃষ্টি
৬) বায়ুমণ্ডলের ওজোন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে?
(A) নাইট্রাস অক্সাইড
(B) মিথেন
(C) হ্যালোন
(D) কোনটাই নয়
উঃ (A) নাইট্রাস অক্সাইড
৭) প্রাকৃতিক সৌরপর্দা হল-
(A) ওজোন স্তর
(B) অক্সিজেন
(C) আর্গন
(D) নাইট্রোজেন
উঃ (A) ওজোন স্তর
৮) বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম-
(A) ডেসিবেল
(B) ডাইন
(C) হার্জ
(D) ডবসন
উঃ (D) ডবসন
৯) বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়-
(A) আয়োনোস্ফিয়ার
(B) এক্সোস্ফিয়ার
(C) স্ট্যাটোস্ফিয়ার
(D) ট্রপোস্ফিয়ার
উঃ (D) ট্রপোস্ফিয়ার
১০) হ্যালো জান সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হল-
(A) ট্রপোস্ফিয়ার
(B) স্ট্যাটোস্ফিয়ার
(C) এক্সোস্ফিয়ার
(D) কোনটাই নয়
উঃ (C) এক্সোস্ফিয়ার
১১) ক্লোরোফ্লুরো কার্বন ব্যবহৃত হয়-
(A) মিক্সার গ্রাইন্ডারে
(B) মাইক্রোওয়েভ ওভেন
(C) ওয়াশিং মেসিন
(D) হিমায়ক যন্ত্র
উঃ (D) হিমায়ক যন্ত্র
১২) কোন গ্রীন হাউস গ্যাসের উষ্ণকরন ক্ষমতা সর্বাধিক-
(A) কার্বন ডাই অক্সাইড
(B) মিথেন
(C) CFC
(D) কোনটাই নয়
উঃ (C) CFC
১৩) পরিবেশের নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস হলো-
(A) নাইট্রিফিকেশন
(B) ডি নাইট্রিফিকেশন
(C) ডি নাইট্রিফিকেশন
(D) কোনটাই নয়
উঃ (C) ডি নাইট্রিফিকেশন
১৪) আন্ডারকটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে?
(A) মার্চ আগস্ট
(B) এপ্রিল জুন
(C) সেপ্টেম্বর নভেম্বর
(D) জানুয়ারি মার্চ
উঃ (C) সেপ্টেম্বর নভেম্বর
১৫) ওজনোস্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে-
(A) ৪০ ppm
(B) ১০ ppm
(C) ২০ ppm
(D) ৩০ ppm
উঃ (B) ১০ ppm
১৬) ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী?
(A) ফেদারম্যান
(B) ফোরম্যান
(C) ফেয়ারম্যান
(D) এদের কেউই নয়
উঃ (B) ফোরম্যান
১৭) ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি হয় কোন অঞ্চলে?
(A) অস্ট্রেলিয়া
(B) এশিয়া
(C) গ্রিনল্যান্ড
(D) আ্যন্টার্কটিকা
উঃ (D) আ্যন্টার্কটিকা
১৮) উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ-
(A) হ্রাস পায়
(B) একই থাকে
(C) বৃদ্ধি পায়
(D) বাড়তেও পারে কমতেও পারে
উঃ (A) হ্রাস পায়
১৯) নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না?
(A) নাইট্রাস অক্সাইড
(B) কার্বন ডাই অক্সাইড
(C) নাইট্রোজেন অক্সাইড
(D) কোনটাই নয়
উঃ (B) কার্বন ডাই অক্সাইড
২০) ট্রপোস্ফিয়ার ও স্টেটোস্ফিয়ার এর মধ্যবর্তী স্তরকে বলে-
(A) ট্রপোপজ
(B) মেসোপজ
(C) স্ট্র্যাটোপজ
(D) কোনটাই নয়
উঃ (A) ট্রপোপজ
২১) বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আছে?
(A) ম্যাগনেটোস্ফিয়ারএর
(B) মেসোস্ফিয়ার
(C) ট্রপোস্ফিয়ার
(D) কোনটাই নয়
উঃ (A) ম্যাগনেটোস্ফিয়ার
২২) সূর্য থেকে পৃথিবীতে আলো আসে-
(A) পরিবহন পদ্ধতিতে
(B) পরিচলন পদ্ধতিতে
(C) বিকিরণ পদ্ধতিতে
(D) সবকটাই ঠিক
উঃ (C) বিকিরণ পদ্ধতিতে
২৩) বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে?
(A) ট্রপোস্ফিয়ার
(B) মেসোস্ফিয়ার
(C) থার্মোস্ফিয়ার
(D) কোনটাই নয়
উঃ (A) ট্রপোস্ফিয়ার
২৪) কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ?
(A) ট্রপোস্ফিয়ার
(B) মেসোস্ফিয়ার
(C) থার্মোস্ফিয়ার
(D) কোনটাই নয়
উঃ (A) ট্রপোস্ফিয়ার
২৫) স্টপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা-
(A) বাড়ে
(B) কমে
(C) প্রথমে বাড়ে তারপর কমে
(D) কোনটাই নয়
উঃ (A) বাড়ে
২৬) বায়ুমণ্ডলের ওজনের মধ্যে টপোস্ফিয়ারের অন্তর্গত অংশ হলো-
(A) ২৫ ভাগ
(B) ৭৫ ভাগ
(C) ৬৫ ভাগ
(D) কোনটাই নয়
উঃ (B) ৭৫ ভাগ
২৭) বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম-
(A) স্ট্যাটোস্ফিয়ার
(B) ট্রপোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) কোনটাই নয়
উঃ (B) ট্রপোস্ফিয়ার
২৮) বায়ুমণ্ডলের যে স্তরটিকে শান্তা মন্ডল বলে তার নাম-
(A) ট্রপোস্ফিয়ার
(B) স্ট্যাটোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) কোনটাই নয়
উঃ (B) স্ট্যাটোস্ফিয়ার
২৯) মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা-
(A) ১৮ কিলোমিটার
(B) ৮ কিলোমিটার
(C) ২৮ কিলোমিটার
(D) কোনটাই নয়
উঃ (B) ৮ কিলোমিটার
৩০) বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে?
(A) ট্রপোস্ফিয়ার
(B) ট্রপোপজ
(C) মেসোস্ফিয়ার
(D) কোনটাই নয়
উঃ (B) ট্রপোপজ
(খ) শূন্যস্থান পূরণ কর- (প্রশ্নের মান- ১)
১) বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল _________। (উঃ ট্রপোস্ফিয়ার)
২) স্ট্যাটোসফিয়ার এর অপর নাম ________ । (উঃ শান্ত মন্ডল)
৩) প্রাকৃতিক সৌরপর্দা হল _________ । (উঃ ওজোন স্তর)
৪) পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলে _________ (উঃ বিশ্ব উষ্ণায়ন)
৫) বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক অবদান _________ গ্যাসের। (উঃ কার্বন ডাই অক্সাইড)
৬) বায়ুমণ্ডলের _________ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়।
৭) বায়ুমন্ডলের ___________ স্তরের নিচের অংশ আয়নমন্ডল নামে পরিচিত। (উঃ থার্মোস্ফিয়ার)
৮) ________ স্তরে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। (উঃ ট্রপোস্ফিয়ার)
৯) বায়ুমণ্ডলের ________ স্তরে ঝড় বৃষ্টি হয়। (উঃ ট্রপোস্ফিয়ার)
১০) মেরুজ্যোতি যে বায়ু স্তরে দেখা যায় তা হল _________ । (উঃ থার্মোস্ফিয়ার)
১২) অবহেলিত রশ্মি শক্তি হ্রাস পেলে তার তরঙ্গদৈর্ঘ্য _________ পায়। (উঃ বৃদ্ধি)
১৩) প্রতি অনু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অনু কার্বন-ডাই-অক্সাইড এর তুলনায় প্রায় ________ গুণ বেশি। (উঃ ২৫)
১৪) বায়ুমণ্ডলের ________ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। (উঃ মেসোস্ফিয়ার)
১৫) স্ট্যাটাসপিয়ারে ________ গ্যাসের আধিক্যের জন্য উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়। (উঃ ওজোন)
১৬) কার্যকরী সৌর বিকিরণ হলো সূর্যরশ্মির________। (উঃ ৬০ শতাংশ)
১৭) বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণ রয়েছে _______। (উঃ নাইট্রোজেন)
১৮) ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের উচ্চতার মান ________ । (উঃ ১০০০ কিমি)
(গ) সত্য মিথ্যা নির্বাচন কর- (প্রশ্নের মান- ১)
১) শান্ত মন্ডল হল এক্সোফিয়ার। (উঃ মিথ্যা)
২) রেফ্রিজারেটরে ক্লোরোফ্লুরো কার্বন জৈব দ্রাবক রূপে কাজ করে। (উঃ সত্য)
৩) আয়োনোস্ফিয়ারে গ্যাসের অনু আয়োনিত অবস্থায় থাকে। (উঃ সত্য)
৪) ওজোন স্তরে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষিত হয়। (উঃ সত্য)
৫) ক্ষুব্ধমন্ডল বলা হয় ট্রপস্ফিয়ারকে। (উঃ সত্য)
৬) স্ট্যাটোস্ফিয়ারের উর্ধ্বসিমায় বায়ুর উষ্ণতা -৫৫ ডিগ্রী সেন্টিগ্রেট। (উঃ মিথ্যা)
৭) বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প ও ধূলিকণা ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে সীমাবদ্ধ। (উঃ সত্য)
WBBSE Madhyamik Physical Science Questions
(ঘ) অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রশ্নের মান- ১)
১) নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে?
উঃ প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পর্যন্ত।
২) বায়ুমণ্ডলের প্রধান তিনটি গ্যাসীয় উপাদানের নাম লেখ।
উঃ নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন।
৩) আবহাওয়া মণ্ডল বলা হয় কোন স্তরকে?
উঃ ট্রপোস্ফিয়ার।
৪) বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহাসমান উষ্ণতা স্তর বলা হয়?
উঃ ট্রপোস্ফিয়ার।
৫) ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়?
উঃ ১০০০ কিমি।
৬) বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম লেখ।
উঃ ট্রপোস্ফিয়ার।
৭) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
উঃ মেসোস্ফিয়ার।
৮) জেট স্ট্রিম কি?
উঃ প্রবল গতিপূর্ণ বায়ুর স্রোত যা র্টপোপজ অঞ্চলে প্রবাহিত হয়।
৯) বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়?
উঃ ট্রপোস্ফিয়ার।
১০) বায়ুমণ্ডলের কোন স্তরে এসে মহাকাশের উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়?
উঃ মেসোস্ফিয়ার।
১১) বায়ুমন্ডলের কোন স্তরের অপর নাম শান্তমন্ডল?
উঃ স্ট্যাটোস্ফিয়ার।
১২) মেরুজ্যোতি কোন বায়ুস্তরে দেখা যায়?
উঃ আয়োনোস্ফিয়ার।
১৩) জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে?
উঃ স্ট্যাটোস্ফিয়ার।
১৪) ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ কত?
উঃ ৭৬ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান।
১৫) বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক?
উঃ ট্রপোস্ফিয়ার।
১৬) বৈপরীত্য উত্তাপ কোথায় লক্ষ্য করা যায়?
উঃ সাধারণত পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায় দেখা যায়।
১৭) বায়ুমন্ডলের মোট ওজন গ্যাসের কত শতাংশ স্ট্রাপোস্ফিয়ারে অবস্থান করে?
উঃ ৯০%।
১৮) বায়ুর চাপকে কোন এককের সাহায্য মাপা হয়?
উঃ মিলিবার।
১৯) ওজোনস্ফিয়ার কোন রশ্মিকে শোষণ করে?
উঃ অতি বেগুনি রশ্মি।
২০) কোন স্তরে গ্যাসের অনুগুলি আয়নিত অবস্থায় থাকে?
উঃ আয়োনোস্ফিয়ার।
২১) বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উঃ আয়োনোস্ফিয়ার।
২২) বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন রয়েছে?
উঃ স্টাটোস্ফিয়ার।
২৩) CFC এর পুরো নাম কি?
উঃ ক্লোরোফ্লুরো কার্বন।
২৪) বায়ুমন্ডলের যে বিক্রিয়ার মাধ্যমে ওজন সৃষ্টি হয় তার নাম কি?
উঃ আলোক রাসায়নিক বিক্রিয়া।
২৫) পৃথিবীর কোথায় ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি?
উঃ আন্টার্কটিকা।
২৬) বায়ুমন্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়?
উঃ ডবসন।
২৭) কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজন স্তরের ক্ষয় সম্পর্কে অবহিত করেন?
উঃ বিজ্ঞানী ডবসন।
২৮) গ্রীনহাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি?
উঃ কার্বন ডাই অক্সাইড।
২৯) নাইট্রাস অক্সাইডের একটি অনুর তাপ আটকে দেওয়ার ক্ষমতা একটি কার্বন ডাই অক্সাইড অনুর তুলনায় কত গুণ?
উঃ প্রায় ২০০ গুন।
৩০) ওজোন স্তর বিনাশে সাহায্যকারী দুটি পদার্থের নাম লেখ।
উঃ ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড।
৩১) বায়ুমণ্ডল কাকে বলে?
উঃ পৃথিবীকে ঘিরে বায়ুমণ্ডলের যে আস্তরণ রয়েছে তাকে বলে বায়ুমণ্ডল।
৩২) নিরক্ষীয় অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে?
উঃ প্রায় ১৫ থেকে ১৬ কিলোমিটার।
৩৩) কার্যকরী সৌর বিকিরণ কি?
উঃ সূর্যরশ্মির যে ৬০ শতাংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে।
৩৪) পৃথিবীর গড় উষ্ণতার বৃদ্ধির হার কত?
উঃ ০.০৫ ডিগ্রী সেন্টিগ্রেড।
৩৫) সূর্য রশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন কি?
উঃ আলো উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে শক্তি বিচ্ছুরিত হয়, তাকে ইনসোলেশন বলে।
৩৬) বায়ুমন্ডলে ওজনের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি?
উঃ ডবসন স্পেকট্রোমিটার।
৩৭) ODP এর পুরো নাম কি?
উঃ Ozone Depleting Potential
৩৮) হ্যালন কি?
উঃ ব্রমিন সমন্বিত এক ধরনের যৌগ।
৩৯) একটা সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজন অনুর বিয়োজন ঘটাতে পারে?
উঃ লক্ষাধিক।
৪০) গ্রীন হাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমন্ডলের গড় উষ্ণতা কত থাকে?
উঃ প্রায় ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড।
৪১) গ্রীন হাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে বায়ুমন্ডলের তাপ আবদ্ধ করে?
উঃ বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি।
৪২) বিশ্ব উষ্ণায়নের সর্বোচ্চ মারাত্মক প্রভাব কোনটি?
উঃ সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি এবং উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা।
৪৩) ক্লোরোফ্লুরো কার্বন ও হ্যালোনের মধ্যে কোনটির ওজন ক্ষয়ের ক্ষমতা বেশি?
উঃ হ্যালোন যৌগের ব্রোমিন পরমাণুর ওজন ধ্বংসকারী ক্ষমতা ক্লোরোফ্লুরো কার্বনের ক্লোরিন পরমাণুর চেয়ে বেশি।
৪৪) প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধির জন্য প্রধান কারণ কি?
উঃ জীবাশ্ম জ্বালানির দহন ও অনিয়ন্ত্রিত অরণ্য ধ্বংস।
(ঙ) সংক্ষিপ্ত প্রশ্ন- প্রশ্নের মান- ২ (নিজে করো)
১) বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি?
২) ট্রপস্ফিয়ার স্তরে কিভাবে উচ্চতার সঙ্গে উষ্ণতার পরিবর্তন হয়?
৩) বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৪) স্ট্যাটোস্ফিয়ারে উচ্চতাভেদে উষ্ণতার পরিবর্তন কিরূপ হয়।
৫) থার্মোস্ফিয়ার কাকে বলে? বায়ুমন্ডলের এই স্তরে বায়ুর উষ্ণতা কত থাকে?
৬) বায়ুমন্ডলের এক্সোস্ফিয়ার স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৭) স্ট্যাটাস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস কারণ কি?
৮) ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়েছে?
৯) ওজোন স্তর ধ্বংসের কারণ কি?
১০) হ্যালনসমুহ কিভাবে ওজোন স্তরকে ক্ষতি করে?
১১) বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায় গুলি লেখ।
১২) ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব লেখ।
১৩) বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো?
১৪) ফসলের উৎপাদন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কিভাবে ব্যাহত হয় ব্যাখ্যা কর।
১৫) ওজোন হোল বলতে কী বোঝো?
১৬) আয়োনোস্ফিয়ার স্তরে উচ্চতা ভেদে উষ্ণতার কিরূপ তারতম্য হয়?