২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। মাধ্যমিক পরীক্ষা শেষের বেশ কিছুদিন পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে আগামী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছিলেন। প্রকাশিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ ফেব্রুয়ারী। তবে ১৪ ফেব্রুয়ারী দিনটি রাজ্য সরকারি ছুটির আওতাভুক্ত থাকার জন্য পরবর্তীতে পরীক্ষা শুরুর তারিখ পরিবর্তন করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়।
তবে এবার ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কিছু নিয়ম চালু করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। জানা যাচ্ছে বিশেষত পরীক্ষা কেন্দ্রগুলিতে এই বিশেষ নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের। অন্যথায় পরীক্ষা চলাকালীন অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। সংশ্লিষ্ট মহল সূত্রে জানা যাচ্ছে যে, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অনেক পরীক্ষার্থীরা প্রয়োজনের তুলনায় বেশি জামাকাপড় পরে পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন। পরীক্ষাকেন্দ্রের ইনভিজিলেটরদের অনুরোধের পরেও পরীক্ষার্থীরা সেই জামাকাপড় খুলতে রাজি হননি। এই নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন একাধিক ইনভিজিলেটর।
আরও পড়ুনঃ বদলে গেল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন
এই বিষয়টি নিয়েই এবার পাকাপাকি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পোশাক নিয়ে আসতে পারে বিশেষ নির্দেশিকা। সরাসরি কোন ড্রেস কোড ঘোষণা করা না হলেও পরিস্থিতি অনুযায়ী বিশেষ কিছু পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের এক আধিকারিকের কথায়, পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং ত্রুটিমুক্ত পরীক্ষা আয়োজন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিতে পারে পর্ষদ। যদিও বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এই নিয়ম কার্যকর হয় কি না সেদিকেই তাকিয়ে আছেন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা।