আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন বদলে দিল মধ্যশিক্ষা পর্ষদ। দিন কয়েক আগে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি তারিখ থেকে। তবে এদিন পর্ষদ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই সময়সূচির পরিবর্তন করল।
মধ্যশিক্ষা পর্ষদের নতুন ঘোষণা অনুযায়ী আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি তারিখ থেকে। এই পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি তারিখ অবধি। সেক্ষেত্রে পরীক্ষার পরবর্তী রুটিন চলতি বছরের পরীক্ষার ফলাফল ঘোষণার দিন জানানো হবে বলে জানিয়েছে পর্ষদ। যেহেতু ১৪ ফেব্রুয়ারি রাজ্য সরকারি ছুটির দিন তাই পরীক্ষা শুরুর তারিখ বদল করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। ১৪ ফেব্রুয়ারি তারিখ পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারি ছুটি থাকে। তাই পরীক্ষা শুরুর তারিখ ১৪ ফেব্রুয়ারি পরিবর্তে ১২ ফেব্রুয়ারি করা হয়েছে।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
এই নিয়ে আলোচনা শুরু হয়েছিল শিক্ষা মন্ত্রীর রুটিন প্রকাশের পরেই। শিক্ষামহলের একাংশের তরফে জানানো হয়েছিল পরিবর্তন করা হতে পারে এই রুটিন। এদিন সেই কথাই সত্যি প্রমাণ করল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন অফিসিয়াল রুটিন প্রকাশের পরে কোন দিন কি পরীক্ষা সে বিষয়ে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ মারফত অফিশিয়াল রুটিন প্রকাশিত হলে শিক্ষার্থীরা সবার প্রথম আপডেট পাবে এক্সাম বাংলা ওয়েবসাইটে।