প্রকাশিত হলো 2023 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বেলা ১২:০০ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন। অনলাইনে, এসএমএসের মাধ্যমে ও অ্যাপের মাধ্যমে চেক করা যাবে রেজাল্ট। আর আজই মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা। কিন্তু এবার প্রশ্ন হলো মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট কবে পাবে পড়ুয়ারা? মার্কশীট ও সার্টিফিকেট কবে পাওয়া যাবে তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।
এদিন ফলপ্রকাশের দিনই নিজেদের স্কুল থেকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক ছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাই মনে করা হচ্ছে, এবছরের মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে বিশেষ প্রযুক্তি বা কিউআর কোড ব্যবহার করা হতে পারে। তবে গোটা বিষয়টি এখনও স্পষ্ট নয়। ভুয়ো সার্টিফিকেট ও মার্কশিটের অভিযোগ রুখতে পর্ষদ এই ব্যবস্থা নিতে পারে বলে সূত্রের খবর।
মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য নীচে ক্লিক করুন 👇👇👇
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট কীভাবে চেক করবেন জেনে নিন
আইসিএসই (ICSE) ও সিবিএসই (CBSE) বোর্ডের রেজাল্ট বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়ারা মাধ্যমিকের রেজাল্টের জন্য অপেক্ষায় ছিলেন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে চলে ৪ মার্চ পর্যন্ত। কোভিড পরিস্থিতি কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে এবছর মাধ্যমিকের আয়োজন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ।