১৯ মে শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা ও মেধাতালিকার প্রকাশ করা হয়েছে বেলা ১০ টা থেকে। এর আগেই খবর পাওয়া গিয়েছিল মাধ্যমিকের মার্কশিটে এবার বিশেষ প্রযুক্তি ব্যবহার করতে চলেছে পর্ষদ। এদিন ফল ঘোষণার দিনে এ বিষয়ে বিস্তারিত জানা গেল।
বেলা ১২ টা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট জানতে পেরেছেন পরীক্ষার্থীরা। আর এদিনই স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট হাতে পেয়েছেন। সূত্রের খবর, ২০২৩ মাধ্যমিকের প্রত্যেক মার্কশিট ও সার্টিফিকেটে বিশেষ প্রযুক্তি তথা ‘কিউআর কোড’ ব্যবহার করা হয়েছে। ভেরিফিকেশনের সুবিধার জন্য আর যাতে প্রয়োজনে তাড়াতাড়ি খোঁজা সম্ভব হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর দরুণ ভুয়ো সার্টিফিকেট ও মার্কশিটের অভিযোগ কমবে বলে আশাবাদী পর্ষদ।
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি
এছাড়া, এবারের মাধ্যমিকের মার্কশিটে ওভারঅল গ্রেডের সঙ্গে আলাদা আলাদা করেও গ্রেড দেওয়া হয়েছে। মোট নম্বরের জেনারেল পারফরম্যান্সও রয়েছে। সবমিলিয়ে চলতি বছরের মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে বিশেষ চমক রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ।