শিক্ষার খবর

মাধ্যমিক রেজাল্ট চেক করুন, এই লিংকে ক্লিক করে রেজাল্ট দেখুন

Advertisement

মাধ্যমিক রেজাল্ট: প্রকাশিত হল 2022 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট 9 লক্ষ 49 হাজার 927 জন পরীক্ষার্থী পাস করেছে। পাশের হার 86.60 শতাংশ। স্থান অধিকার করেছেন অর্ণব ঘোড়াই ও রঘুনাথ মন্ডল। দ্বিতীয় হয়েছেন কৌশিক সরকার। তৃতীয় স্থানে রয়েছেন অনন্যা দাশ গুপ্ত। চতুর্থ হয়েছেন অভিষেক দত্ত। পঞ্চম স্থানে মোট 11 জন পরীক্ষার্থী রয়েছেন। সব মিলিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মেধা তালিকাসহ প্রকাশ করা হয়েছে।

এই পেজে খুব সহজে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। কিভাবে নিজের মোবাইলে কিংবা কম্পিউটারে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন step-by-step দেখে নিন।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২

মাধ্যমিক রেজাল্ট চেক করুন

১) মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করবেন।

২) ‘Click Here’ বাটনে ক্লিক করার সাথে সাথে মাধ্যমিক রেজাল্টের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন।

৩) ‘Enter Your Registration No.’ -এর ঘরে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এবং ‘Enter Date of Birth’ -এর বক্সে জন্মতারিখ (DD/MM/YYYY ফরমেটে) দিতে হবে।

৪) তারপরে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। তারপরে ওই পরীক্ষার্থীর ২০২২ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।

মাধ্যমিক রেজাল্ট ২০২২

এইভাবে খুব সহজে মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন। খুব সহজে মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য সবার সাথে এই পোস্টটি শেয়ার করে রাখুন।

এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত যেসব ওয়েবসাইটে মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে সেগুলি হলো-

Madhyamik Result 2022

www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com, www.fastresult.in

 

Related Articles