রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ। জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন পরীক্ষার্থীরা। চাপা টেনশন রয়েছে অভিভাবকদের মধ্যেও। ৪ঠা মার্চ পরীক্ষা শেষ হতে রেজাল্ট ঘোষণার দিনক্ষণ জানার অপেক্ষা করছিলেন তাঁরা। অবশেষে আগামীকাল প্রকাশ পেতে চলেছে সেই ফলাফল। বেলা দশটা থেকে প্রেস কনফারেন্স করে চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। বেলা বারোটা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট জানা যাবে। বাড়িতে বসে কিভাবে নিজেদের রেজাল্ট চেক করবেন তা স্টেপ বাই স্টেপ জানানো হল এই প্রতিবেদনে।
মাধ্যমিক ২০২৩-এর ফলাফল চেক করবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে পর্ষদের ওয়েবসাইট (wbbse.org), (wbresults.nic.in) অথবা (www.wbbse.wb.gov.in) এ যেতে হবে।
২) এরপর মাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার লগ ইন ডিটেলস যেমন রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে।
আরও পড়ুনঃ কোন ওয়েবসাইটে সর্বপ্রথম দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট
৪) এরপর স্ক্রিনে নিজেদের রেজাল্টটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন।
এখানেই দেখুন মাধ্যমিক রেজাল্ট
প্রসঙ্গত, এবছর দ্রুত ফলপ্রকাশের কথা আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী তৎপরতা চলছিল পর্ষদের দফতরে। মাধ্যমিকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে সম্পন্ন হয় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা।