প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2023। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি। এদিন 19 মে, শুক্রবার আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা 10 সময় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রায় 76 দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট 2023।
মাধ্যমিক রেজাল্ট 2023
প্রতিবছরের মত এবছরও মধ্যমিকের ফলাফলে জেলা ভিত্তিক পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, পাশের হারে দ্বিতীয় স্থানে কালিম্পং জেলা, তৃতীয় স্থানে কলকাতা ও চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। এবছর বছরের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6 লক্ষ 82 হাজার 321 জন। এবছর মহিলা পরীক্ষার্থী 22 শতাংশ বেশি ছিলেন। 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.15 শতাংশ। প্রসঙ্গত 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 86.6 শতাংশ।
মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য নীচে ক্লিক করুন 👇👇👇
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবেন
2023 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে এবং শেষ হয়েছিল মার্চ মাসের 4 তারিখে। প্রায় 76 দিনের মাথায় মে মাসের 19 তারিখ, শুক্রবার 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।
‘Click Here’ বাটন ক্লিক করে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখুন 👇👇👇